ঘরে বসেই স্কিল ডেভেলপমেন্ট
- আফরিদা ইফরাত
কোয়ারেন্টাইনে অনেকেই ঘরে আটকে আছেন। বৃথাই ব্যয় হচ্ছে মহামূল্যবান সময়। তাই সময়গুলোকে উচিত সঠিকভাবে কাজে লাগানো।
এই বন্ধে অফুরন্ত সময় বিধায় কিছু সহজ স্কিল ডেভেলপ করার সুযোগ আছে। আমাদের দিনের বিশাল একটি অংশ অবশ্য অনলাইনেই কেটে যায়। তাই অনলাইনেরই অসংখ্য স্কিল ডেভেলপ করার সুযোগ আমাদের থাকে।
তবে হ্যাঁ, বর্তমান বিশ্ব এগিয়ে চলেছে অনলাইন ভিত্তিক বিভিন্ন স্কিলের ভিত্তিতে। আমরা যখন স্কিলের কথা বলি তখন অবশ্যই আমরা আয় বা উপার্জনের ভিত্তিতেই যে এমন কিছু করবো তা কিন্তু না। কিন্তু এসকল স্কিল অর্জন করলে অচিরেই এটি আয়ের একটি ভালো উপায় হয়ে উঠতে পারে। আজকে আমরা সেসকল স্কিলগুলো নিয়েই কথা বলব।
গ্রাফিক্স ডিজাইনিং
বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গ্রাফিক্স ডিজাইনিং এর গুরুত্ব অনেক। গ্রাফিক্স ডিজাইন আপনার একাডেমিক ক্যারিয়ার থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেও কাজে আসবে। তাই গ্রাফিক্স ডিজাইনিং শেখাটা অনেকাংশেই আপনাকে সাহায্য করবে। তবে গ্রাফিক্স ডিজাইনের কাজটা শেখাটা খুব সহজ না। অনেক অনলাইন কোর্সের বিজ্ঞাপনে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সয়লাব।
কিন্তু সচরাচর এসব ফাঁদে পা না দেয়াই ভালো। আপনি নিজেই এডিটিং সফটওয়ারগুলো বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, প্রথমদিকে একটু অসুবিধে হবে। কিন্তু চাইলেই আপনি সময় দিয়ে দিয়ে বিভিন্ন অংশ বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে অনলাইনের সাহায্য নিন। যেহেতু আপনার কোন তাড়া নেই, তাই সহজেই অনলাইন ঘেঁটে গ্রাফিক্স ডিজাইনিং শিখে নিতে পারেন।
নতুন কোন ভাষা শিখে ফেলা যায়
ভাষা একটি বিকাশমান প্রক্রিয়া। নতুন কোন ভাষা শেখা সবসময় একটি দারুণ ব্যাপার। তবে আমাদের দেশে প্রায় সকলেরই ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই বন্ধের সময় নানাভাবে নিজের ইংরেজিটা ঝালিয়ে নেয়া সম্ভব। অথবা অন্য কোন ভাষাও শেখা যায়। শেখার ক্ষেত্রে ইউটিউব একটি প্রণিধানযোগ্য মাধ্যম হয়ে উঠতে পারে। প্রতিযোগিতার এই যুগে নতুন ভাষা আপনার সিভি ভারি করতে সাহায্য করবে। তাছাড়া বিদেশে স্কলারশিপের সুযোগের ক্ষেত্রেও ভাষা শেখা আপনার জন্যে আশীর্বাদ হয়ে উঠতে পারে।
কম্পিউটার স্কিল বাড়ান
করোনায় চাইলে নিজের কম্পিউটার স্কিলটিও বাড়িয়ে নিতে পারেন। কম্পিউটারে পাওয়ারপয়েন্ট বা অন্যান্য অনেক এপ্লিকেশনের কাজ শিখে নিলে আপনার নিজেরই বিভিন্ন কাজের দক্ষতা বেড়ে যাবে। বিশেষত বর্তমান সময়ে বিভিন্ন এপ্লিকেশন ব্যবহারের দক্ষতা আপনায় সকলের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলবে।
আয়ের জন্যে ফ্রিল্যান্সিং
বর্তমান সময়ে আয়ের জন্যে ফ্রিল্যান্সিং একটি সহজলভ্য উপায়। বিশেষত কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আবেদন। সচরাচর কন্টেন্ট রাইটিং কিংবা ডাতা এন্ট্রির জন্যে আপনারা কোন কোর্স করতে হবেনা। ফলে, নিজের দক্ষতা দিয়েই আপনি উপার্জনের মাধ্যম হিসেবে একে বেছে নিতে পারেন। এরফলে আপনার নিজের লেখার দক্ষতা বাড়বে এবং আপনি নিজেও অনেক কিছু জানতে পারবেন।
ব্যক্তিগত উন্নতি
হতেই তো পারে আপনি একজন অগোছালো ব্যক্তি। কিন্তু এই অগোছালো সময়টুকুকেও আপনি কাজে লাগাতে পারেন। চাইলেই নিজের জন্যে একটি নিয়মতান্ত্রিক অভ্যাস গড়ে নিতে পারেন এই করোনায়। ঘরে বসেই নিয়মতান্ত্রিক হলে আপনি সহজেই আপনার যোগাযোগ ক্ষমতা, সামাজিকতা ইত্যাদি বিষয়ের সাথে মানিয়ে নিতে পারবেন।
প্রতিবেদকঃ শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি