ছবিতে দেখুন ২০২২ বর্ষবরণ

ছবিতে দেখুন ২০২২ বর্ষবরণ

  • ফিচার ডেস্ক

মহামারী এখনও শেষ হয়নি, বরং করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে নতুন করে। ভয় ছিল, কিন্তু বিশ্বজুড়ে খ্রিস্টীয় নতুন বছর বরণের উৎসবে রঙের কমতি ছিল না।

ভৌগলিক কারণে সময়ে এগিয়ে, তাই নতুন বছর বরণের উৎসবের শুরুটা বরাবরই হয় অস্ট্রেলিয়ায়। ২০২২ সাল বরণেও সিডনি অপেরা হাউজ আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে উঠেছিল। ছবি: রয়টার্স 

আতশবাজির এই উৎসব নাইরোবিতে। অনেক কিছুতে পিছিয়ে থাকা আফ্রিকার দেশ কেনিয়া ২০২২ সাল বরণের উৎসবে ছিল না পিছিয়ে। ছবি: রয়টার্স

হংকংয়ের আকাশে সূর্য উঠছে, দেখতে আগের মতো হলেও এই সূর্য ২০২২ সালের শুরু ঘোষণা করছে। ছবি: রয়টার্স

২০২২ সাল বরণে আতশবাজির উৎসবে রঙিন প্রাচীন শহর গ্রিসের আকাশ। ছবি: রয়টার্স

মস্কোর সেইন্ট বাসিলস ক্যাথিড্রালের ঘড়ির কাঁটা সময় যখন রাত ১২টা, তখনই আলোর ঝলকানিতে হল ২০২২ সাল শুরুর ঘোষণা। ছবি: রয়টার্স

ব্যাংককের মাঝ দিয়ে বয়ে গেছে চাও ফ্রায়া। ২০২২ সাল বরণের উৎসবের কেন্দ্র হয়ে উঠেছিল নদীটি। ছবি: রয়টার্স

জাকার্তায় ২০২২ সাল বরণের উৎসবে এক ইন্দোনেশীয় নারী। তার মুখে মাস্ক বলছে, মহামারী চলছে, মাথার মুকুট বলছে, উৎসবও থেমে নেই।

২০২২ সাল বরণের উৎসবে রঙিন লন্ডনের আকাশ। ছবি: রয়টার্স

মহামারীর ঘনঘটায় ফ্রান্সে ২০২২ সাল বরণে লেজার শো কিংবা আতশবাজির উৎসব ছিল না, মধ্যরাতে শঁস এলিজেতে জড়ো হয়ে দুঘের স্বাদ ঘোলে মেটাতে হয় ফরাসিদের। ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা, ২০২২ সাল শুরুর ক্ষণে নিচ থেকে উপর পুরো ভবনেই ছিল রোশনাই। ছবি: রয়টার্স

মহামারীর কারণে ফ্রান্স রাশ টানলেও পাশের দেশ স্পেনের মাদ্রিদে বর্ষবরণের উৎসবে আলোর ঝলকানি বরাবরের মতোই ছিল। ছবি: রয়টার্স

যুদ্ধপীড়িত ইরাকের মসুলে নানা সঙ্কটের মধ্যেও জ্বলেছিল বর্ষবরণের উৎসবের দীপ। ছবি: রয়টার্স

তাইপের এই ভবনটি ১০১ তলা, সেই ভবনজুড়ে আলোক উৎসবে ২০২২ সালকে বরণ করে তা তাইওয়ানের রাজধানীবাসী।

২০২২ সাল শুরু, আলোয় সেই ঘোষণা হংকংয়ে। ছবি: রয়টার্স

করোনাভাইরাস সংক্রমণের কারণে বর্ষবরণের উৎসবে বিধি-নিষেধের বেড়ি ছিল ভারতে। তারমধ্যে মুম্বাইয়ে একটি শপিং মলে এই তরুণী মেতেছিল সীমিত পরিসরে উদযাপনে। ছবি: রয়টার্স

সূত্র: বিডিনিউজ

Sharing is caring!

Leave a Comment