উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে পাচ্ছেন শিক্ষা ঋণ
- ডেস্ক রিপোর্ট
আর্থিক সংকটে যেন একজন শিক্ষার্থীরও শিক্ষাজীবন ব্যাহত না হয় এবং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিরবিচ্ছিন্ন এবং নিশ্চিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সম্প্রতি দেশের স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেডের সঙ্গে শিক্ষা ঋণ (আগামী ব্যক্তিগত ঋণ) সুবিধা প্রদানের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ফলে আর্থিক সংকটের জন্য যে সকল শিক্ষার্থীর গুণগত উচ্চ শিক্ষা অনিশ্চিত, তাদের জন্য এবার স্বপ্ন পূরণের নতুন দ্বার উন্মোচন হলো।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই আয়োজনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের উচ্চশিক্ষা অর্জনের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে। এই চুক্তির অধীনে, ব্র্যাক ব্যাংক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মোট টিউশন ফির ১৩০% পর্যন্ত বা সর্বোচ্চ ২০ লাখ টাকা (যেটি কম) অর্থায়ন করবে যা ৬০টি কিস্তিতে পরিশোধ করা যাবে।
শিক্ষা ঋণ (আগামী ব্যক্তিগত ঋণ), যা শিক্ষার ব্যায়ের অর্থায়নের জন্য ডিজাইন করা হয়েছে যাহা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের তাদের শিক্ষার ফি অর্থায়নের জন্য বিশেষ সুবিধা দেবে। এছাড়াও, ভবিষ্যতে ব্যাংকিং পরিষেবাগুলো নিশ্চিত করতেও সহায়তা করবে।
গত ৩ আগস্ট, ২০২২ এই বিশেষ শিক্ষা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। মোঃ মহিউল ইসলাম; ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিং প্রধান এবং ডিআইইউর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাদির বিন আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জনাব মোঃ মনিরুল ইসলাম রনি; প্রধান, রিটেইল ল্যান্ডিং, মিসেস মেহরুবা রেজা; মহিলা ব্যাংকিং বিভাগের প্রধান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রফেসর ড. এম. লুৎফর রহমান, উপাচার্য, প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, উপ-উপাচার্য, জনাব মমিনুল হক মজুমদার, কোষাধ্যক্ষ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য বিশিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।