‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৫’ অনুমোদন

‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৫’ অনুমোদন

নিউজ ডেস্ক: ‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং এই আইনে জীববৈচিত্র্য ধ্বংসে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখেচে সরকার। আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, খসড়ায় জীববৈচিত্র্য ধ্বংস করলে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ কোনো কাজ করলে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সচিব আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত জরুরি এবং এটি সংরক্ষণের জন্য সংবিধানের ১৮ক অনুচ্ছেদে বলা হয়েছে। এ লক্ষ্যে একটি আইন করা জরুরি ছিল। এই খসড়া আজ চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। favicon

Sharing is caring!

Leave a Comment