ছিটকে গেল ম্যানইউ
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে উঠতে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। কিন্তু ভলফসবুর্গের মাঠে স্বাগতিকদের সাথে ৩-২ গোলে হেরে বিদায় নিতেই হলো লুইস ফন গালের দলকে।
খেলার দশম মিনিটে অন্টনি মার্সিয়ালের পা থেকে গোল পায় অল রেডসরা। তিন মিনিট পরেই গোল শোধ করে ভলফসবুর্গ। ম্যাচের ২৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে পর্তুগিজ ফুটবলার ভিয়েইরিনিয়ার গোল করলে আরও এক ধাপ এগিয়ে যায় ভলফসবুর্গ। দশ মিনিট পরেই আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিলেন ডাক্সলার। কিন্তু ম্যান ইউ গোলরক্ষক ডেভিড ডে হেয়ারের নৈপুণ্যে ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের ৮২ মিনিটে গোল পায় ম্যানইউ। কিন্তু মাত্র দুই মিনিট পরেই নালদোর গোলে নিজেদের এগিয়ে নেয় ভলফসবুর্গ। খেলার শেষ মিনিট পর্যন্ত নতুন কোনো চমক দেখাতে না পারায় লিগ থেকেই ছিটকে পড়ে ম্যান ইউ!

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	