হেরে গেল ম্যানইউ

হেরে গেল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগের শেষ বত্রিশের লড়াইয়ের ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড বৃহস্পতিবার রাতে প্রথম লেগের ম্যাচে হেরেছে। লুই ফন গালের শিষ্যরা মিতজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ২-১ গোলের ব্যবধানে।

এদিন মাঠে ছিলেন না রেড ডেভিলদের নিয়মিত গোলরক্ষক ডেভিড ডি গিয়া। তাই তাদেরকে মাঠে নামাতে হয় অনিয়মিত গোলরক্ষক সার্জিও রোমেরোকে। এছাড়াও চোটের কারণে দলে ছিলেন না দলের ওয়েন রুনিও। ম্যাচে অবশ্য প্রথমে গোলের দেখা পায় ম্যানইউ। আর এ গোলটি করে রুনির বদলি হিসেবে নামা মাম্পসিস ডিপেয়র। তবে ৪৪তম মিনিট পিয়ন সিস্টোর গোলে ম্যাচে সমতা আনলে  ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে যেতে হয় দুই দলকেই।

বিরতির পর থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে ম্যানইউ। কিন্তু তাতে গোলের দেখা মেলেনি। উল্টো ম্যাচের ৭৭তম মিনিটে ম্যানইউয়ের জালে বল জড়ান পল অনুয়াচু। শেষ পর্যন্ত এই ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে ম্যানইউকে। favicon594

Sharing is caring!

Leave a Comment