এইচপি’র নতুন ফোন

এইচপি’র নতুন ফোন

প্রযুক্তি ডেস্ক : নতুন বছরে নতুন স্মার্টফোন বাজারে আনবে এইচপি। নতুন এই ফোনের নাম হবে ‘এইচপি ফ্যালকন’। এটি উইন্ডোজ ১০ সফটওয়্যার চালিত।

এতে থাকবে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট, দুই জিবি র‌্যাম। পাঁচ দশমিক আট ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে যুক্ত স্মার্টফোনটিতে ৬৪ জিবি বিল্ট ইন স্টোরেজ সুবিধা থাকবে এবং পেছনে ২০ ও সামনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। বাজার বিশ্লেষকেরা বলছেন, উইন্ডোজ ১০ সফটওয়্যারচালিত স্মার্টফোনের বাজারে এইচপির তৈরি ফ্যালকন ফোনটি হবে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল মডেল দুটির চেয়েও উন্নত। এতে ব্যবহারকারীদের উইন্ডোজফোন বেছে নেওয়ার ক্ষেত্রে সুযোগ বাড়ছে।favicon5

Sharing is caring!

Leave a Comment