বিয়ে করলেন নিলয় এবং শখ
বিনোদন ডেস্ক : নিলয় আলমগীর ও শখকে সবাই চেনেন ‘অল্প অল্প প্রেমের গল্প’র জুটি হিসেবে। ওই সিনেমায় বেশ কয়েকবার ভাঙা-গড়ার মধ্য দিয়ে যায় তাদের প্রেম কাহিনী, অবশেষে মধুর সমাপ্তি। বাস্তব জীবনেও এমন ভাঙা-গড়ার পর বিয়ের পিড়িতে বসলেন তারা।
দুই পরিবারের সম্মতিতেই বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে পুরনো ঢাকার শখের বাবার বাসায় বিয়ে সম্পন্ন হয়। দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা। ওই অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ঘনিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২০১১ সালের নভেম্বরে একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের আলোচিত বিজ্ঞাপনে শুটিংয়ের সময় প্রেম হয় নিলয়-শখের। এরপর তাদের বেশকিছু নাটকে একসঙ্গে দেখা যায়। ২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় সম্পর্ক ভেঙে যায়। ২০১৪ সালে ‘অল্প অল্প প্রেমের গল্প’র প্রচারণায় আবারও কাছাকাছি আছেন তারা। তখন একসঙ্গে অভিনয়ের ঘোষণা। এরপর থেকে নিলয়-শখকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	