স্কাইপে গ্রুপ ভিডিও কল

স্কাইপে গ্রুপ ভিডিও কল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ২০০৬ সালে মাইক্রোসফট তাদের স্কাইপ সফটওয়্যারটিতে যুক্ত করে ভিডিও কলিং ফিচার, যার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সঙ্গে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বিনা মূল্যে ভিডিও কল করার সুবিধা চালু করা হয়। সেই থেকে ডেস্কটপ ও ল্যাপটপ ব্যবহারকারীরা স্কাইপের মাধ্যমে বিনা মূল্যে ভিডিও কলিং সুবিধা পেয়ে আসছে। ২০১০ সালে মোবাইল ব্যবহারকারীদের জন্যও স্কাইপেতে ভিডিও কলিং সুবিধা নিয়ে আসা হয়। বর্তমানে বিশ্বব্যাপী ৭৫০ বিলিয়নের বেশি মানুষ তাদের মোবাইল ডিভাইসে যেমন অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, আইফোন এবং আইপ্যাডে স্কাইপে ব্যবহার করছে।

স্কাইপের মাধ্যমে প্রায় ২ ট্রিলিয়ন মিনিট ভিডিও কলিং করা হয়েছে বলে নিজেদের ব্লগ পোস্টে জানিয়েছে স্কাইপে কর্তৃপক্ষ।পাশাপাশি স্কাইপের ভিডিও কলিং ফিচারের এক দশক পূর্তি উপলক্ষে মোবাইল ব্যবহারকারীদের জন্য স্কাইপেতে ভিডিও কলিংয়ে নতুন ফিচার হিসেবে ‘গ্রুপ ভিডিও কলিং’ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্কাইপে কর্তৃপক্ষ।

খুব শিগগির অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, আইফোন এবং আইপ্যাডের জন্য স্কাইপে অ্যাপটিতে গ্রুপ ভিডিও কলিং সুবিধা যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। favicon5

Sharing is caring!

Leave a Comment