আবারো হারলো ভারত
স্পোর্টস ডেস্ক : ৩০৮ রানের স্কোরটা বোধয় বড় কিছু নয়। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারতের ছুঁড়ে দেওয়া ৩০৯ রানের লক্ষ্যে মাঠে নেমে এক ওভার হাতে রেখে ৭ উইকেটে জয় পেয়েছে অজিরা। এর মাধ্যমে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্টিফেন স্মিথের দল।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারণ ফিঞ্চ ও শন মার্শের জুটিতেই আসে ১৪৫ রান। এরপর নিজের ৭১ রানের ইনিংসটি জাদেজার বলে রাহানেকে ক্যাচ দিয়ে সমাপ্তি টানেন ফিঞ্চ। মার্শও আউট হয়েছেন ৭১ রান করে। জর্জ বেইলিকে নিয়ে যাত্রা শুরু করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তাদের জুটি থেকে আসে ৭৮ রান। ৮৬ রান করে তিনি সাঝ ঘরে ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন বেইলি। তার সাথে থাকা গ্লেন ম্যাক্সওয়েন অপরাজিত ছিলেন ২৬ রানে। ভারতের ইশান্ত শর্মা, উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা নেন ১টি করে উইকেট পেয়েছেন।
এর আগে শুক্রবার সকালে ব্রিসবেনে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুটা ভালো না হলেও রোহিত ও বিরাট কোহলি মিলে দলকে এগিয়ে নেন। তাদের জুটি থেকে ১২৩ রান আসলে বড় সংগ্রহের সম্ভাবনা দেখা দেয় ভারতের। কোহলি ফিরে গেলেও সেঞ্চুরি করেন রোহিত। শেষের দিকে রাহানের ৮৯ রানের সুবাদে ৩০৮ রান করতে সক্ষম হয় ভারত।