অবসরে গেলেন রঙ্গনা হেরাথ

অবসরে গেলেন রঙ্গনা হেরাথ

  • স্পোর্টস ডেস্ক 

সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ।  তবে টেস্ট খেলবেন নিয়মিত। ১২ বছরের ওয়ানডে এবং পাঁচ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার তার। ওয়ানডেতে তিনি নিয়েছেন ৭৪ উইকেট। আর টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৮ উইকেট।

অবসরের ঘোষণা দিয়ে রঙ্গনা হেরাথ বলেন, ‘এখন আমার সরে যাওয়ার সময় এসেছে। তরুণদের সুযোগ করে দেওয়ার এটাই সঠিক সময়। তাহলে তার  ২০১৯ বিশ্বকাপের জন্য নিজেদের  প্রস্তুত করতে পারবে।’

নিজের সম্পর্কে হেরাথ জানান, ‘আমি আমার মতো করেই বল করি। আমার টার্গেট থাকে ব্যাটসম্যানকে বল বাতাসে ভাসিয়ে খেলানো। যাতে সহজে তার উইকেটটা নিতে পারি।তাছাড়া আমি কন্ডিশন বুঝে খেলি। নিজের উপর আস্থা রাখি।তাই  যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি।’

এ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। যা আগামী জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে। এই সিরিজ নিয়ে অনেক আশাবাদি রঙ্গনা হেরাথ। favicon59

 

Sharing is caring!

Leave a Comment