আইফোনের সফটওয়্যারে ত্রুটি!

আইফোনের সফটওয়্যারে ত্রুটি!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আইফোন ৬ এস ও ৬ এস প্লাসে বিশেষ সফটওয়্যার ত্রুটির কারণে ব্যাটারির সমস্যা দেখায়। ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, বিষয়টি উল্টোপাল্টা দেখায়। অনেকেই নতুন আইফোনের এই বাগটির জন্য আইফোনে ব্যাটারির সমস্যা বলে মনে করেন। অ্যাপল কর্তৃপক্ষ সম্প্রতি এই বাগ বা সফটওয়্যার ত্রুটি সমাধান করার চেষ্টা করছে।

আইফোন ৬ এস ও ৬ এস প্লাস ব্যবহারকারীদের অনেকে অভিযোগ করেন, সফটওয়্যার ত্রুটির কারণে পুরো চার্জ হলেও তা পুরো চার্জড দেখায় না। এতে অনেক সময় ফোনে অতিরিক্ত সময় ধরে চার্জ দেওয়া হয়ে যায়। এ কারণে ফোন গরম হয়ে যায়। অ্যাপলের সাপোর্ট পেজে দেওয়া তথ্য অনুযায়ী, আইফোন ব্যবহারকারী যখন নতুন টাইম জোন সেট করে নেন বা কোথাও ভ্রমণ করেন, সে ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে টাইম জোন পরিবর্তন হয়। তখন এ সমস্যা তৈরি হয়। এ ধরনের সমস্যা হলে ফোনটি রিস্টার্ট দেওয়া এবং সময় ও মাসের অপশনটি অটোমেটিক সেট করে দিতে হবে।

এই সফটওয়্যার ত্রুটির সমাধান করতে আইওএস ৯-এর জন্য একটি হালানাগাদ সংস্করণ উন্মুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল। তথ্যসূত্র: আরস টেকনিকা। favicon59

Sharing is caring!

Leave a Comment