ব্যবসা করি ঘরে বসে

ব্যবসা করি ঘরে বসে

সাবরিনা তাবাসসুম : এক সঙ্গে একাধিক ব্যবসা এখন অনেকেই করেন। নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ‘ব্যবসায় একাধিক অপশন রাখা ভালো। এতে একটি ব্যবসা সফল না হলেও অন্যটি সফল হওয়ার সম্ভাবনা থাকে।’ তাই ৯টা-৫টা অফিসে কাজ করতে করতে এখন যারা অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, তারা হয়ত ভাবছেন এর পরে কী করবেন! তাদের জন্য সুসংবাদ- যদি একটু পরিশ্রমী হওয়া যায় এবং ঝুঁকি নেয়ার সাহস থাকে তাহলে যে কেউ ঘরে বসেই ব্যবসা শুরু করতে পারেন। এখন অনেকেই ঘরে বসে বিভিন্ন পদ্ধতিতে আয় উপার্জনের পথ খুঁজে বের করছেন। এ ধরনের ব্যবসাকে বলা হচ্ছে ‘হোম বেইজড বিজনেস’।


১. হিসাব রক্ষক

প্রথমেই আপনি হিসাব রক্ষক হিসেবে কোন কোন সেবা প্রদান করতে পারবেন তা সাজিয়ে লিখুন।আগে থেকেই ঠিক করে নিন সেগুলো কী কী সেবা হবে? আপনি কি কোনো ক্ষুদ্র ব্যবসার আয় ব্যয়ের হিসাব রক্ষণের মাঝেই সীমাবদ্ধ থাকতে চান নাকি ব্যবসায়ীর প্রয়োজন অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক অথবা বার্ষিক ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট অথবা আর্থিক প্রতিবেদন তৈরি করতে চান? অন্যান্য বিশেষায়িত কাজ গুলোর মধ্যে ট্যাক্স এ্যাকাউন্টিংকে অন্তর্ভুক্ত করতে পারেন। এটির রয়েছে বিশাল সম্ভাবনাময় কর্মক্ষেত্র। কারণ অনেক ব্যবসায়ীরাই তাদের দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব নিজে রাখতে চাইলেও ট্যাক্স এর হিসাব রাখার ব্যাপারে কোনো প্রফেসনালের সাহায্য নেওয়াটাই পছন্দ করেন।

২. কম্পিউটার রিপেয়ার

কম্পিউটার রিপেয়ারের ব্যবসা করতে চাইলে সিস্টেম ব্যবহারকারীরা যে ধরনের সফটওয়্যার ব্যবহার করেন যেমন-ওয়ার্ড প্রসেসিং, ফোটো ম্যানিপুলেশন সফটওয়্যার, মেইল মার্জ, স্প্রেড শিট, ডিজাইন এবং সিকিউরিটি সফটওয়্যার-এ ধরনের সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। সমস্ত উপাদান যেমন- মনিটর, মাউস এবং কী বোর্ডের ধরন ইত্যাদি সম্পর্কে জানতে হবে। যে বাজারে আপনি প্রবেশ করতে চান সেই বাজারের সকল আই এস পি(ইন্টার্নেট সার্ভিস প্রোভাইডার) গুলোর সাথে পুরোপুরি পরিচিত থাকতে হবে। নিজেকে ছোট ব্যবসা থেকে বড় কর্পোরেশনের কম্পিউটার বিষয়ক সকল প্রয়োজন মেটানোর জন্য প্রতিষ্ঠিত করে তুলুন।

৩. গয়না তৈরি

গয়না তৈরির ব্যবসা দিন দিন জনপ্রিয় হচ্ছে। আপনি চাইলে বিভিন্ন উপাদান দিয়ে নিজের মতো করে গয়না তৈরি শুরু করতে পারেন। মেটাল জাতীয় জিনিস থেকে যদি গয়না তৈরি করতে চান তাহলে সেটার জন্য আলাদা সঞ্জামাদি রয়েছে যেগুলো আগে থেকে সংগ্রহে রাখতে হবে। কারণ মেটালের আকৃতি পরিবর্তন করতে, কাটার জন্য বা এগুলোর মাঝে খোদাই করার জন্য এই নির্দিষ্ট সরঞ্জামের প্রয়োজ়ন পড়ে। তাছাড়া কাঁচ, প্লাস্টিক, পুতি, পালক এমনকি কাঠ দিয়েও গয়না তৈরির ব্যবসা শুরু করতে পারেন।

৪. ডে কেয়ার

যদি আপনি শিশুদের সাথে সময় কাটাতে ভালোবাসেন, অথবা আপনার নিজের যদি শিশু থাকে তাহলে আপনার নিশ্চয়ই একটি শিশুর বিভিন্ন প্রয়োজন সম্পর্কে ধারণা আছে। সেক্ষেত্রে আপনি ডে কেয়ারের ব্যাবসা করতে পারেন। বেশির ভাগ কর্ম ব্যস্ত মানুষ চায় তাদের শিশুরা ঘরোয়া পরিবেশে বড় হোক। তাই এই ব্যবসাটিও হতে পারে আপনার অর্থ উপার্জনের একটি পথ।

৫. ফটোগ্রাফি

ফটোগ্রাফির মাধ্যমে আপনি বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে পারেন। ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। আপনি সুনির্দিষ্ট একটি বিষয় বেছে নিতে পারেন যেমন ওয়েডিং ফটোগ্রাফি। তাছাড়াও রয়েছে বিভিন্ন অনুষ্ঠান যেমন জন্মদিন, ক্রিস্টমাস পার্টি অথবা কারো পোর্ট্রেইট, পরিবার ভিত্তিক ফটোগ্রাফি এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনি ফটোগ্রাফার হিসেবে সফলতা অর্জন করতে পারেন।

Sharing is caring!

Leave a Comment