বিমান বাহিনীর সার্জেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিউজ ডেস্ক : স্ত্রীর করা যৌতুকের মামলায় বিমান বাহিনীর সার্জেন্ট আব্দুল হামিদ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ (২৬ জানুয়ারি) ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহউদ্দিন আহমেদ এ আদেশ দেন।
১০ লাখ টাকা যৌতুক চাওয়া এবং মারধর করার অভিযোগ এনে বাদী স্বর্ণা মালিক পাখি এ মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৮ জানুয়ারি আসামি হামিদের সঙ্গে বাদী স্বর্ণার বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রায়ই তাঁকে যৌতুকের টাকার দাবিতে মারধর করতেন। ১৪ সেপ্টেম্বর হামিদ স্ত্রী স্বর্ণাকে তাঁর বাবার কাছ থেকে দশ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। তাতে অস্মতি জানালে হামিদ স্ত্রীকে মারধর করেন এবং হাত ভেঙে দেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রায়হান মোর্শেদ ও শুভ্র সিনহা রায়।