‘বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান’

‘বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান’

  • নিউজ ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেছেন, ‘সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত তথ্য পেতে ঘুষ লেনদেনের ঘটনায় দণ্ডিতদের সঙ্গে একাধিক বৈঠকের কথা শফিক রেহমান স্বীকার করেছেন। আজ (১৯ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্রে দণ্ডিত রিজভী আহমেদ সিজার, এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিক এবং এই দুজনের মধ্যস্থতাকারী লাস্টিকের বন্ধু জোহানেস থালেরের সঙ্গে বৈঠকের কথা তিনি স্বীকার করেছেন।’

জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণ চক্রান্তের’ মামলায় গত শনিবার শফিক রেহমানকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এছাড়া দীর্ঘদিন কারাবন্দি আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ, যা এখন শুনানির অপেক্ষায় রয়েছে।

মামলার এজাহারে জয় অপহরণ ষড়যন্ত্রে ‘বিএনপির হাই কমান্ড’ বলতে কাদের বোঝানো হয়েছে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে হাই কমান্ড বলতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা না কি  অন্য কোনো পর্যায়ের নেতা তা জানা যাবে।’favicon59

Sharing is caring!

Leave a Comment