চেতনার মশালবাহী ‘আরেক বসন্ত’
আহমেদ তেপান্তর: আরেক বসন্ত। কালের পরিক্রমায় ঘুর্নায়মান একটি ঋতু। তবে অনেক ঘটনার জ্বলন্ত সাক্ষী। সে জয় কী পরাজয় তা মূখ্য নয়। লেখক তেমন একটা ঘটমানকে উপজীব্য করে রচনা করেছেন ‘আরেক বসন্ত’। এতে গতানুগতিক উপন্যাসের যে চরিত্র সেটা অক্ষুণ্ন রেখে চেষ্টা করেছেন সময়কে ধরে এগিয়ে যেতে। যেটা শুরু থেকে গতি পেয়েছে যা শেষটায় অক্ষুণ্ন ছিল। এখনকার উপন্যাসগুলোর যে বিষয়টা সবচেয়ে বড় সমস্যা। লেখক সেটাই স্বার্থকভাবে এগিয়ে নিয়েছেন।
উপন্যাসটিতে অহেতুক ঘটনার অবতারণা এড়ানো লেখকের মুন্সিয়ানার পরিচয় বহন করে। গল্পের পটভূমি শাহবাগ গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে এগিয়ে গেছে। সেখানে বিজয়কে আহ্বান করা হয়েছে। তারুণ্যের চেতনার শক্তিকে স্বার্থকভাবে উপন্যাসটিতে তুলে ধরা লেখকের অবস্থান থেকে বিশেষ কিছু বলেই মনে করি।
আরেক বসন্ত নামটির সঙ্গে পাঠক রাজনৈতিক আবহের স্বাধ খুঁজলেও মানবীয় প্রেমকে অস্বীকার করতে পারেননি লেখক তালাত মাহমুদ। সে সম্পর্কটা রাজনৈতিক আবহে গড়ে উঠেছে আর তাতে স্বাভাবিক সায় দিয়েছে চিরকুমার মুক্তিযোদ্ধা পরিতোষ। তবে শেষ পর্যন্ত না পড়ে সেটা বোঝার উপায় ছিল না।
বইটিতে বিশেষ কাউকেই প্রধানতম চরিত্র হিসেবে দাঁড় করাননি লেখক। এখানে তারুণ্য, বৃদ্ধ-বনিতা সব শ্রেণি পেশার মানুষকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। তবে এক্ষেত্রে কলেবর আরেকটু বাড়ানো হলে পূর্ণাঙ্গ রূপ পেতে বলে মনে করি।
সবমিলিয়ে ‘আরেক বসন্ত’ নামকরণের সঙ্গে কাহিনীর সঙ্গতি ছিল ঈর্ষণী। সেটার সঙ্গে অর্ক রহমানের প্রচ্ছদ। এক কথায় দারুণ। যে ক্যানভাসগুলো শাহবাগ আন্দোলনের প্রথম দিকে সচারচর আমরা দেখেছি। যে ক্যানভাসে তারুণ্যের চেতনা মেশানো মশালে আলোকিত করে বসন্তকে জড়িয়ে ধরছে। এর সঙ্গে চমৎকার বাঁধাই, মুদ্রণ মিলিয়ে সৃজনশীল বই প্রকাশনা সংস্থা জাগৃতি চলমান সময়ে সত্যিকারের দায়িত্ব পালন করেছে।
চার ফর্মার বইটির গায়ের মূল্য ১৩০ টাকা। বোধকরি আর্থসামাজিক প্রেক্ষাপটে রূচিশীল পাঠকের সাধ্যের মধ্যে।
.
বই : আরেক বসন্ত
লেখক : তালাত মাহমুদ
প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১৫
প্রচ্ছদ : অর্ক রহমান
প্রকাশক : জাগৃতি প্রকাশনী
মূল্য : ১৩০