বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ-এর সূচনাপর্ব অনুষ্ঠিত
- মাসুদ পথিক
গত ২৬ এপ্রিল ‘১৬, মঙ্গলবার, বিকাল ৫-৩০মি. স্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ’-এর আনুষ্ঠানিক অভিষেকের সূচনাপর্ব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, গবেষক ড. নূহ-উল-আলম লেনিন।
সভায় বক্তব্য রাখেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম; বিশিষ্ট কবি রূবী রহমান; বিশিষ্ট কবি, গবেষক, গীতিকার ভূঁইয়া সফিকুল ইসলাম; উদযাপন কমিটির আহবায়ক কবি অসীম সাহা; উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম, সমন্বয়কারী কবি ও চলচ্চিত্র-নির্দেশক মাসুদ পথিক এবং কবি আসলাম সানী। প্রথম পর্বে সভা সঞ্চালনা করেন কথাশিল্পী মনি হায়দার, দ্বিতীয় পর্বে কবি নাহিদা আশরাফী। মঞ্চে এসে সংহতি জানান কবি কাজী রোজী, এমপি। এছাড়াও প্রায় দেড় শতাধিক দেশের প্রথিতযশা কবি-সাহিত্যিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব সূচনাপর্বে অংশ নেন।
উক্ত সভায় গৃহীত লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ করেন ড. নূহ-উল-আলম লেনিন, যা সর্ব্বসম্মতিক্রমে গৃহীত হয় । রাত ১০ টায় কথা-কবিতা-গান ও নৃত্যের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়। সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা গোপ, সাগরিকা জামালী, আনজুমান আরা বকুল, লাবণ্য সুধা ও অঞ্জনা সাহা। থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশনের প্রধান জিনিয়া ফেরদৌসের নৃত্যশিল্পীরা ধ্রুপদী নৃত্য পরিবেশন করে। এছাড়া উপস্থিত সকল কবিই স্বরচিত কবিতা পাঠ করেন।