লেখকের কারণে প্রকাশনীর জনপ্রিয়তা !

লেখকের কারণে প্রকাশনীর জনপ্রিয়তা !

  • তরিকুল ইসলাম ও আশেক মাহমুদ

তখন পড়ন্ত বিকেল। বইমেলায় অধিকাংশ স্টলে দর্শনার্থীদের সমাগম কিছুটা কম। কিন্তু কিছু কিছু স্টলে লক্ষ্য করা যায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। আর এই ভীড়ের পিছনে কারণ হলো স্টলগুলো থেকে প্রকাশিত হয়েছে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ, কথাসাহিত্য আনিসুলহক ও জাফর ইকবালদের বই। ফলে এই স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় অন্যদের তুলনায় বেশি। লেখকদের জনপ্রিয়তার কারণে এই স্টলগুলোতে দর্শনার্থীদের সমাগম বেশি বলে জানান দর্শনার্থীরা।

মেলায় ঘুরতে ঘুরতে কথা হয় তামিম হোসেন নামের এক দর্শনার্থীর সাথে। তিনি বলেন, হুমায়ুন আহমেদ তার প্রিয় সাহিত্যিক। প্রতি বছর তাই ‘অন্য প্রকাশ’ স্টলে আসেন তিনি।এ বছরও বই কিনতে প্রিয় লেখকের প্রকাশনীতে এসেছেন।

কথা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসানের সাথে। তিনি আমাদের জানান, আনিসুল হক জনপ্রিয় লেখক। আমি তার অনকে বড় ভক্ত। তাকে দেখার জন্য ও তার অট্রোগ্রাফসহ বই কেনার জন্যই মেলায় এসেছি।

সরেজামিন ঘুরে দেখা যায়, তরুণ-তরুণীরা জনপ্রিয় লেখকদের বই যে প্রকাশনা থেকে বের হয়েছে, সেসব স্টলে ভিড় জমাচ্ছেন। ফলে নির্দিষ্ট ওই প্রকাশনীগুলো পেয়েছে ভিন্নমাত্রা। এসব স্টলের মধ্যে তাম্রলিপি, অন্য প্রকাশ, প্রথমা প্রকাশন, মওলা ব্রাদার্স ও সেবা প্রকাশনী অন্যতম।

Sharing is caring!

Leave a Comment