হুইল চেয়ারে বইমেলায়
- মো.মাসুদুল আলম ও মুশফিকুর রহমান
ভূপেন হাজারিকার অমর গান ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ বুকে ধারণ করে শারীরিকভাবে অক্ষম পাঠকদের জন্য যৌথভাবে কাজ করে যাচ্ছে বাংলা একাডেমি, সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন এবং সিএসএফ গ্লোবাল।
পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ মুখরিত হয়েছে পাঠক-দর্শকের পদচারণায়। পিছিয়ে নেই শারীরিকভাবে অক্ষম পাঠকরাও।
বাংলা একাডেমির একজন পরিচালক ও বইমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, ‘যারা শারীরিকভাবে অক্ষম এবং বইমেলায় আসতে আগ্রহী তাদের মানবিক সাহায্যার্থে আমাদের এই উদ্যোগ।’
২০১৬ সালে সর্বপ্রথম বইমেলায় আগত শারীরিকভাবে অক্ষম মানুষদের সাহায্যের কথা চিন্তা করে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। সে বছরই বাংলা একাডেমির সাথে যৌথ উদ্যোগে তারা এই কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১৮ সালে সিএসএফ গ্লোবাল এই কার্যক্রমে যুক্ত হয়।
এবারের বইমেলায় বাংলা একাডেমি ১৫টি হুইল চেয়ার, সিএসএফ গ্লোবাল ১০টি হুইল চেয়ার এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী দিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে।
২০১১ সালে শুরু হওয়া স্বেচ্ছাসেবীদের সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বায়ক শাহ্ আলম বলেন, মেলায় শারীরিকভাবে অক্ষম মানুষদের এক স্টল থেকে অন্য স্টলে নিয়ে যাওয়ার সেবা দিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীরা ‘
২০০০ সালে সিএসএফ গ্লোবাল শারীরিকভাবে অক্ষম শিশুদের সাহায্য এবং তাদের শিক্ষার জন্য বাংলাদেশে কাজ শুরু করলেও বইমেলায় তারা প্রথমবারের মতো অংশগ্রহণ করে।
এই সেবা গ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, ‘এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমি তাদের ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’
মানবতা যতদিন থাকবে ততদিন ড. সাইদুর রহমানের মতো অসংখ্য মানুষকে সেবা দিয়ে যাবে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন এবং সিএসএফ গ্লোবালের মতো স্বেচ্ছাসেবী সংস্থা—এই প্রত্যয় ব্যক্ত করেন উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের স্বেচ্ছাসেবী এবং কর্মকর্তারা।