পাঠ্য বইয়ের চাপে হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব : ইকবাল খন্দকার

পাঠ্য বইয়ের চাপে হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব : ইকবাল খন্দকার

বর্তমান সময়ের পাঠকপ্রিয় লেখক ইকবাল খন্দকার। ছোট-বড় সবার জন্যই সমানভাবে লিখে চলেছেন তিনি। রম্য লেখাতেও দারুণ হাত তাঁর। এবারের মেলায় তার মোট ১০টি বই প্রকাশিত হচ্ছে। মেলার এক ফাঁকে দি প্রমিনেন্টের মুখোমুখি হয়েছিলেন তিনি। মেলার বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন দি প্রমিনেন্ট প্রতিবেদক রবিউল কমলের সাথে।


  • মেলায় আলাপচারিতায় ইকবাল খন্দকার, মোস্তাফিজুর রহমান, রবিউল কমল।
    মেলায় আলাপচারিতায় ইকবাল খন্দকার, মোস্তাফিজুর রহমান, রবিউল কমল।

    এবারের মেলায় আপনার কয়টি বই আসবে?

  • ইকবাল খন্দকার: এবারের মেলায় আমার মোট ১০টি বই প্রকাশিত হবে। বেশকিছু বই ইতোমধ্যে মেলায় চলে এসেছে। বাকিগুলো খুব দ্রুত আসবে বলে আমি আশাবাদী।
  • এবারের বইগুলো শিশুতোষ নাকি বড়দের জন্য?
  • ইকবাল খন্দকার: আমি সবার জন্য লিখি। এবারও তার ব্যতিক্রম হয় নি। কিশোর উপন্যাস এবং বড়দের উপযোগী উপন্যাস নিয়ে আমার এবারের বইগুলো লেখা।
  • ছোটদের জন্য নাকি বড়দের জন্য লিখতে ভাল লাগে?
  • ইকবাল খন্দকার: আমার সবার জন্যই লিখতে ভাল লাগে। আমি একজন লেখক, তাই সবার জন্য আমাকে লিখতে হয়।
  • এবারের বইমেলা নিয়ে কিছু বলুন-
  • ইকবাল খন্দকার: এবারের মেলাকে বেশ খোলামেলা মনে হচ্ছে। দুই পাশের মেলাকে এক করে দেওয়া হয়েছে। অনেক বড় এলাকা নিয়ে মেলা হচ্ছে। এখন দেখার বিষয় এটা কতটুকু ফলপ্রসূ হবে।

 

  • আপনার কি মনে হয় এবার মেলা জমবে?
  • ইকবাল খন্দকার: আমি এবার অনেক বেশি আশাবাদী। অন্যান্য বছরের থেকে এবার রাজনৈতিক পরিস্থিতি অনেক ভাল। কোনো হরতাল বা অবরোধ নেই। মানুষ তাদের পরিবার নিয় মেলায় আসতে পারবে। তাছাড়া এবার ভালবাসা দিবস এবং ২১শে ফেব্রুয়ারি রবিবারে হওয়ার কারণে মানুষ এই দিনগুলোতে ছুটির দিনের মতোই মেলাতে আসবে। তাই আমার বিশ্বাস এবারের মেলা জমজমাট হবে। ঠিক যেমনটি একজন লেখক এবং প্রকাশক প্রত্যাশা করে।
  • শিশুরা নাকি বড়রা কোন শ্রেণীর পাঠক আপনার বই বেশি পড়ে?
  • ইকবাল খন্দকার: এটা বলা বেশ মুশকিল। আমার মনে হয় সবধরনের পাঠক আমার বই পড়ে। তবে শিশুদের আমি একটু এগিয়ে রাখতে চাই।
  • শিশুরা এখন বই পড়তে চায় না। এমন কথা প্রায়ই শোনা যায়। আপনার কি মনে হয়?
  • ইকবাল খন্দকার: শিশুরা বই পড়বে কখন? পাঠ্য বইয়ের চাপেই তো একটি শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে। একজন ছোট্ কোমলমতি শিশুর কাঁধে আমরা এতগুলো বই চাপিয়ে দিচ্ছি যে তারা বাইরের বই পড়ার সুযোগই পায় না। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত এ ব্যাপারে অসন্তুষ্ট। কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
  • নতুন লেখকদের বই কম বিক্রি হয়, এ ব্যাপারে আপনার পরামর্শ কি?
  • ইকবাল খন্দকার: আমি মনে করি এটা প্রচারণার অভাব। এ ব্যাপারে প্রকাশকদের এগিয়ে আসতে হবে। দেখা যায় স্টলে থাকা কর্মীদের হাতে প্রতিষ্ঠিত লেখকদের বই থাকে। তারা এগুলোর প্রচারণা চালায়, পাঠক গেলে তাদের এই বইগুলো দেখায়। কিন্তু আমি মনে করি স্টলে থাকা কর্মীদের হাতে যদি নতুন লেখকদের বইও থাকে এবং তারা এগুলোর প্রচারণা চালায়, তাহলে অবশ্যই নতুন লেখকদের বই বিক্রি হবে।

Sharing is caring!

Leave a Comment