কবিদের বৈশ্বিক উৎসব শুরু বাংলা একাডেমিতে
মো. সাইফ : আজ (৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে আন্তজার্তিক কবিতা উৎসব। বাংলা একাডেমির হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসবের আজ ছিল প্রথম দিন।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। কবিতা উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, চীন, স্লোভাকিয়া, সুইডেন, তাইওয়ান ও মরক্কোর কবিরা। অধিবেশনের শুরুতে প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশের কবি নুরুল হুদা। জীবনানন্দ গবেষক এবং ব্রিটিশ কবি জো উইন্টার বর্ননা করেন জীবনানন্দের কবিতা অনুবাদের অভিজ্ঞতা।
প্রথম পর্বে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আসাদ চৌধুরী ও কায়সার হক। কবিতা পাঠে অংশ নেন কবি আসাদ চৌধুরী, রুবী রহমান, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রবিউল হুসাইন, কাজী রোজী, আনোয়ারা সৈয়দ হক, আমিনুর রহমান আরো ছিলেন মিলান রিচার্ড, ব্যাংক্ট বার্গ, ড. বেনাইছা বহুমালা, জাকারিয়া বহুমালা, ড. লি ফো আর, লি রো ইয়াং, ড. ফাং ইয়াও চিয়েন, তাই চি চৌ।
গ্রন্থমেলার মুল মঞ্চে বিকেল চারটায় শুরু হয় কবিতা উৎসবের দ্বিতীয় পর্ব। এ পর্বে সভাপতিত্ব করেন হাবীবুল্লাহ সিরাজী এবং সঞ্চালনায় ছিলেন কবি মুহম্মদ সামাদ।
দ্বিতীয় অধিবেশনে কবিতা পাঠে অংশ নেন সুইডেনের কবি লার্স হেগার, লত্তে সেদেরহোলম, ভারতের কবি রাসবিহারী দত্ত, মুহম্মদ নূরুল হুদা, হেলাল হাফিজ, রেজাউদ্দিন স্টালিন, শিহাব সরকার, ওবায়েদ আকাশ, আলফ্রেড খোকন, পিয়াস মজিদ, টোকন ঠাকুর, কামাল চৌধুরী আলতাফ হোসেন, অসীম সাহা, নাসির আহমেদ, জাহিদুল হক, আসলাম সানী প্রমুখ।
এ উৎসবের মধ্য দিয়ে ভিন্ন ভাষাভাষী কবিদের মধ্যে এক যোগসুত্র তৈরি হয়েছে এমনটাই মনে করছেন আয়োজকরা। অনুষ্ঠানের শেষ দিকে বিশেষ আকর্ষন হিসেবে ছিলো মনোরম সাংস্কৃতিক পরিবেশনা। উল্লেখ্য আগামীকাল উৎসবের শেষ দিনে আরো কিছু চমৎকার কবিতা পাঠ এবং কবিদের মিলনমেলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে আন্তর্জাতিক কবিতা উৎসব ২০১৬ ।