আমিনুল ইসলাম মামুনের  ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’

নিজস্ব প্রতিবেদক :আমিনুল ইসলাম মামুন বর্তমান সময়ে বাংলা সাহিত্যাঙ্গনে এক পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে লিখছেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে। Ghurir Mathe Ayre Sobe

ছড়াকার হিসেবে পরিচিতি অর্জন করলেও কবিতা, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ, ফিচার, গান, গ্রন্থালোচনা প্রভৃতিসহ সাহিত্যের বিভিন্ন শাখায়ই রয়েছে তার অবাধ বিচরণ।

একুশে বইমেলা ২০১৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে তার ছড়াগ্রন্থ ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’।   ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’ গ্রন্থটি মেলার রাতুল গ্রন্থপ্রকাশের স্টলে [স্টল # ৫৯২] পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী অরূপ মজুমদার, অলংকরণ করেছেন শেখ সাদী। গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৮০ টাকা মাত্র। favicon59

Sharing is caring!

Leave a Comment