তাড়াহুড়ো করে ভালো লেখক হওয়া যায় না : পলাশ মাহবুব
জনপ্রিয় নাট্যকার, কাথাসাহিত্যিক পলাশ মাহবুব। ৬ ডিসেম্বর চট্রগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পেশাগত জীবনে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগেরি একজন কর্মকর্তা। এবারের অমর একুশে গ্রন্থমেলায় তাঁর ৪টি বই আসছে । এর ভেতরে কিশোর উপন্যাস দুটি, বড়দের গল্পের বই একটি এবং একটি কিশোর ছড়াগ্রন্থ। গতকাল মেলায় এসেছিলেন তিনি, কথা বলেছিলেন এবারের মেলা এবং তাঁর লেখালেখির জীবন নিয়ে দি প্রমিনেন্টের সাথে। দি প্রমিনেন্টের পক্ষে তাঁর সাথে কথা বলেন রবিউল কমল।
আপনার লেখালেখির শুরু কত সালে?
- ১৯৯৬ কি ৯৭ সালের দিকে। তখন স্কুলে পড়ি। স্কুলের বার্ষিক ম্যাগাজিনের জন্য লেখা দিয়ে শুরু। লেখাটা ছবিসহ ছাপা হয়েছিল। তখন অবশ্য লেখার চেয়ে ছবিটা ঠিকঠাক ছাপা হলো কিনা সেদিকে বেশি নজর ছিল। হা হা হা।
এ পর্যন্ত আপনার কতটি বই প্রকাশ হয়েছে?
- ২৯ টি।
এ বছর কতটি বই হচ্ছে প্রকাশনীর নামসহ?
- ৪টি। টো টো কোম্পানি সিরিজের ষষ্ঠ কিশোর উপন্যাস ’ টো টো কোম্পানি ও সার্কাসের ঘোড়া’ প্রকাশ করেছে অন্বেষা। কিশোর উপন্যাস ‘টুলু ব্রাদার্স’ এসেছে অনিন্দ্য প্রকাশন, অন্যপ্রকাশ থেকে গল্পগ্রন্থ ’ আবু ওসমানের নিজস্ব ভুল’ এবং পাঞ্জেরি পাবলিকেশন্স থেকে ছড়ার বই ’ মা করেছে বারণ’।
আমাদেরকে বলুন আপনি কার উৎসাহে লেখালেখিতে এলেন?
- নিজের।
কোন বিষয়ে লিখতে বেশি পছন্দ করেন?
- কবিতা আর অনুবাদ বাদে যেকোনও মৌলিক লেখা। কবিতা আর অনুবাদ পারিনা। হা হা হা।
এবার বলুন আপনার জীবনের প্রথম প্রকাশিত লেখা কি ছিল এবং তা কবে প্রকাশিত হয়?
- খুব সম্ভবত ১৯৯৯ সালে। ছড়া। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত।
এবারের মেলা সম্প্রসারিত হয়েছে, কেমন হবে মেলা?
- এবারের মেলা নিয়ে আশাবাদী। কয়েক বছর বাদে আমাদের এই প্রাণের মেলা আবারও তার আগের রূপ ফিরে পাবে বলে আশাবাদী।
আপনি একজন লেখক তো একজন লেখক হিসেবে আপনি কোন লেখকের বই পড়েন বা আপনার প্রিয় লেখক কারা?
- ধরণ দেখে বই পড়ি না। হাতের কাছে যা পাই সেটাই পড়ি। আর প্রিয় লেখকের তালিকা অনেক বড়। তবে এই তালিকা প্রায়শই কাঁটছাট হয়।
আমাদের দেশে অনেকেই একটু লিখেই বই করে ফেলে, আপনার কি মনে হয় এভাবে বই হওয়া ঠিক?
- একদমই না। বই প্রকাশের আগে লেখক হিসেবে নিজেকে তৈরির প্রস্তুতি পর্ব পার করা দরকার।
লেখক-শিল্পী-প্রকাশক এই তিনের সম্পর্ক কেমন হওয়া উচিত?
- খুব ভালো হওয়া উচিত। তবে সবার আগে ভালো মনের মানুষ হতে হবে।
নতুন লেখকদের উদ্দেশে আপনার পরামর্শ কি?
- তাড়াহুড়ো করে আর যাই হোক ভালো লেখক হওয়া যায় না। আর ভালো লিখতে হলে দেখার চোখটাকে অন্যদের চেয়ে আলাদা করতে হবে।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা…
- ধন্যবাদ।