গ্রন্থমেলায় মাহবুব লাভলুর ‘আহ কী মধুর বর্ষা দুপুর’

বাংলা ছড়া এবং কিশোর কবিতায় একটি পরিচিত নাম মাহবুব লাভলু। শুন্য দশক থেকে তাঁর লেখালেখি শুরু। দীর্ঘদিন ধরে লিখছেন দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক এবং লিটলম্যাগে। এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মাহবুব লাভলুর দ্বিতীয় কিশোর কবিতার বই ‘আহ কী মধুর বর্ষা দুপুর।’ 12552665_870116226420374_64585774596635959_n

এই বইটি প্রকাশিত হয়েছে ছায়াবিথী প্রকাশন থেকে।

আহ কী মধুর বর্ষা দুপুরের প্রচ্ছদ এঁকেছেন মামুন হোসাইন এবং অলংকরণ করেছেন উৎপল বর্ণা বড়ুয়া অরণ্য। আর্ট পেপারে ছাপা বইটির মুল্য রাখা হয়েছে মাত্র ১২০ টাকা।

অমর একুশে গ্রন্থমেণায় ১২০ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

গ্রন্থনা: রবিউল কমল। favicon59

Sharing is caring!

Leave a Comment