গ্রন্থমেলায় আজ এসেছে ১১৮টি নতুন বই
নিজস্ব প্রতিবেদক :অমর একুশে বইমেলার সপ্তম দিনে নতুন বই এসেছে ১১৮টি। মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়। সব মিলিয়ে মেলায় এ পর্যন্ত নতুন বই এসেছে ৬৯২টি।
মেলায় আসা নতুন বইগুলোর মধ্যে রয়েছে,  গল্প গ্রন্থ ১৪টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ৮টি, কবিতা ৩৩টি, গবেষণা ৯টি, ছড়া ৩টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ২টি, মুক্তিযুদ্ধ ৪টি, ভ্রমণ ২টি,  ইতিহাস ২টি, রম্য/ধাঁধা ৪টি, ধর্মীয় ২টি,  সায়েন্স ফিকশন ২টি এবং অন্যান্য ১৯টি। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	