গ্রন্থমেলায় রিক্তা রিচির কবিতার বই ‘যে চলে যাবার সে যাবেই’
শিল্প-সাহিত্য ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে তরুণ কবি রিক্তা রিচির কবিতার বই ‘যে চলে যাবার সে যাবেই’। বইটি লেখিকার প্রথম কবিতার বই হলেও তিনি বিভিন্ন পত্রিকা এবং সাময়িকীতে নিয়মিত লেখালেখি করেন।
বইটিতে মোট ৪৮টি কবিতা স্থান পেয়েছে। প্রতিভা প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রাজীব রায়। গ্রন্থমেলায় ৪৭১,৪৭২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
এর আগে গত রবিবার বিকাল ৪ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হয় কাব্যগ্রন্থটির। ওই দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিশুসাহিত্যি রতন তনু ঘাটী, বিশিষ্ট সাহিত্যিক রহীম শাহ, পশ্চিমবঙ্গের কথাশিল্পী উদায়রুন রায়, কবি সোহাগ সিদ্দিকী, দি প্রমিনেন্ট সম্পাদক মোস্তাফিজুর রহমান, কবি এবিএম সোহেল রশিদ ও প্রকাশক ও কবি মঈন মুরসালিন প্রমুখসহ আরো অনেকে। উল্লেখ্য, রিক্তা রিচি দি প্রমিনেন্টের ক্যারিয়ার এবং লাইফস্টাইল লেখক।