দৃকে ডি’ফটোক্যাফের আলোকচিত্র প্রদর্শনী
শিল্প-সাহিত্য ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ২৭ নং-এর দৃক গ্যালরীতে শুরু হতে যাচ্ছে দু’দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।“ইন্টারন্যাশনাল এক্সিবিশন অব ডি’ফটোক্যাফে” নামক এই প্রদর্শনী আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডি’ফটোক্যাফে” নামে একটি গ্রুফ এই প্রদর্শনীর আয়োজক।
দেশী, বিদেশী সর্বমোট ১০০ জন আলোকচিত্রির তোলা ছবি নিয়ে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক প্রদর্শনী মূলত তরুণ প্রজন্মকে আলোকচিত্রে উৎসাহিত করতে আয়োজিত হচ্ছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ২৩ অক্টোবর শুক্রবার বিকেল ৬:৩০মিনিটে। অনুষ্ঠানে দেশী বিদেশী ফটোগ্রাফারদের সাথে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি ও সম্মাননা প্রাপ্ত সিনিয়র ফটোগ্রাফার ডেভিড বারিকদার, সাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যারয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সহ আরও অনেকে।
প্রদর্শনী থেকে অর্জিত অর্থের একটা বড় অংশ ক্যান্সার রোগে আক্রান্ত এক আলোকচিত্রীর চিকিৎসায় ব্যায় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। দু’দিব ব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী সবার জন্যে উন্মুক্ত থাকবে।