রাজধানীতে চলছে সায়েন্স ফেস্টিভ্যাল
নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শুরু হয়েছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল। সকালে ঢাকার শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমি খুব আশাবাদী যে আমাদের দেশে এক ধরনের বিপ্লব ঘটতে যাচ্ছে। এ দেশের তরুণ প্রজন্মের আগ্রহের মধ্যে আমি এর ইঙ্গিত দেখতে পাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘বর্তমান প্রজন্মের অনেকেই ভাল সায়েন্স ফিকশন লিখছে। আগামীতে যারা লিখবে তাদেরকেও স্বাগত।’
আলোচনা পর্বের শেষে ‘বিজ্ঞান আনন্দ’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। পত্রিকাটির সম্পাদনা করেছেন মাঈনুল শহীদ। উদ্বোধনী দিনের বিশেষ আকর্ষণ ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থীর তৈরি করা ‘রিবো’ নামের রোবট প্রদর্শনী। এই রোবটটি হাটাচলা এবং নাচতে পারে।
উদ্বোধনী দিনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদ, মনোবিজ্ঞানী অধ্যাপক মোহিত কামাল, বিজ্ঞান লেখক দীপু মাহমুদ, আসিফ মেহদী প্রমুখ।