শীত ভুলে শিমুলের আবৃত্তি শুনলেন শ্রোতারা
শিল্প-সাহিত্য ডেস্ক : রোজ বিকেলেই রাজধানীর ধানমন্ডি সরোবর সরগরম হয়ে ওঠে লোকসমাগমে। তবে আজকের বিকেলটি অন্যান্য দিনের মতো নয়। অন্য দিনের তুলনায় আজ রবীন্দ্র সরোবরে মানুষের উপচেপড়া ভিড়। কারণ কী? ভিড় সামলিয়ে সামনে গিয়ে জানা গেল, মাথায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা বেঁধে রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে দাঁড়িয়ে এক আবৃত্তিশীল্পী দরাজকণ্ঠে আবৃত্তি করছেন কবিতা। তিনি শিমুল মুস্তাফা।
প্রতিবছরের মতো এবারও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘আপোস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’ শিরোনামে কবিতা সন্ধ্যায় আবৃত্তি করলেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। আজ (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয় তার পরিবেশনা। জমে যাওয়া শীত উপেক্ষা করে রাত অবধি শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শুনলেন তাঁর কবিতা। এ নিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো এ কবিতা আবৃত্তির আয়োজন।
ছোট বড় সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে আবৃত্তির পাশাপাশি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ১৯৭১টি আলোক শিখা প্রজ্জ্বলন এবং ৭১টি ফানুস উড়ানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী।
অনুষ্ঠানটি আয়োজন করেছে তারই সংগঠন ‘বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি’। সহযোগিতায় জনতা ব্যাংক এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে এএনএইচ এন্টারপ্রাইজ।