শুভ জন্মদিন ছন্দের জাদুকর
শিল্প-সাহিত্য ডেস্ক : সত্যেন্দ্রনাথ দত্ত কবি ও ছড়াকার। ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষার উপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ‘ছন্দের জাদুকর’ নামে আখ্যায়িত করা হয়।
সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতায়। বাবা রজনীনাথ দত্ত ছিলেন ব্যবসায়ী। পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। সত্যেন্দ্রনাথের ছড়া এবং কবিতায় নানা ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে। প্রথম জীবনে তিনি মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয় কুমার বড়াল প্রমুখের দ্বারা প্রভাবিত হন। পরে রবীন্দ্র অনুসারী হয়েও কাব্যে স্বতন্ত্র হয়ে ওঠেন।
বাংলা শব্দের সঙ্গে আরবি-ফার্সি শব্দের সমন্বিত ব্যবহার দ্বারা বাংলা কাব্যভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব তার। নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর প্রভৃতি ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। দেশাত্মবোধ, মানবপ্রীতি, ঐতিহ্যচেতনা, শক্তিসাধনা প্রভৃতি তার কবিতার বিষয়বস্তু। তার আরেকটি কৃতিত্ব বিদেশি কবিতার অনুবাদ। আরবি-ফার্সি, জাপানি, ইংরেজি ভাষার বহু কবিতা অনুবাদ করে তিনি বাংলাসাহিত্যের বৈচিত্র্য ও সমৃদ্ধি সাধন করেছেন। এই অনুবাদ কর্মের মাধ্যমে তিনি বিশ্বের কাব্যসাহিত্যের সঙ্গে বাংলার মেলবন্ধন ঘটান।
বেণু ও বীণা, হোমশিখা, কূহ ও কেকা, পালকির গান, বেলা শেষের গান তার উল্লেখযোগ্য কাব্যকীর্তি। মাত্র একচল্লিশ বছর বয়সে ১৯২২ সালের ২৫ জুন কবি সত্যেন্দ্রনাথ দত্ত পরলোকগমন করেন।