ড্যাফোডিল পরিদর্শনে কেবাংসান ইউনিভার্সিটির প্রতিনিধি দল
- ক্যাম্পাস ডেস্ক
অধ্যাপক ড. খাইদজির হাজী ইসমাইল (পরিচালক) এর নেতৃত্বে চার দিনের সফরে আজ শনিবার (৩১ মার্চ) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে এসেছেন মালয়েশিয়ার কেবাংসান বিশ্বিবিদ্যালয়ের দশ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন অধ্যাপক ড. খাইদজির হাজী ইসমাইল (পরিচালক), সহযোগী অধ্যাপক ড. আদি ইরফান চে আনি (তত্বাবধায়ক), সহযোগী অধ্যাপক ড. রোসিলাহ হাসান (উপ পরিচালক; এন্ট্রাপ্রেনারশিপ, ইনোভেশন অ্যান্ড পাবলিকেশন), ড. হালিজা ওমর (উপ পরিচালক, যোগাযোগ), ইংলিশ কোর্সের সমন্বয়ক সাদিয়াহ কুম্মিন, মালয় ভাষা কোর্সের সমন্বয়ক আজলান আহমেদ, সেক্রেটারি নরহাজিরাহ খাইরুদ্দিন এবং ফেলো গবেষক ড. লুবনা আলম। পরিদর্শন কালে প্রতিনিধি দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সাথে এক সৌজন্যৗ সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে একটি যৌথ গোলটেবিল বৈঠকে মিলিত হন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উক্ত গোলটেবিল বৈঠকে অরো অংশ নেন উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফখরে হোসেন, এইচআরডিআই এর ডিন অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ড্যাফোডিল ইন্সটিটিউট অব ল্যাংগুয়েজ এর পরিচালক মিঃ মার্ক জেমস্ বার্থোলোমিউ, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান শিবলি শাহরিয়ার, উর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল প্রমুখ।
বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়সহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া এন্ট্রাপ্রেনারশিপ, ব্যবসায় প্রশাসন, ইংরেজি ভাষা শিক্ষা, পরিবেশ বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে শিক্ষার মান বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া।
বৈঠক শেষে তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত মালয় ল্যাঙ্গুয়েজ সেন্টার পরিদর্শন করে। এই মালয় ল্যাঙ্গুয়েজ সেন্টার গত বছরের ২৯ সেপ্টেম্বর এটি সমঝোতা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার পক্ষে উপাচার্য অধ্যাপক তান সেরি দাঁতো সেরি ড. নূর আজলান ঘাজালি সাক্ষর করেছিলেন।