‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষ্যে নাট্যমুখর ড্যাফোডিল

  • মুশফিকুর রহিম

‘মঞ্চনাটক’ শব্দটি বাঙালির বড্ড আপন, বড্ড আদিম এক অনুভূতির নাম। তবে যান্ত্রিক এই জীবন সে অনুভূতির আকাশ মেঘলা করে দিয়েছে। কিন্তু সেই নাটকপাড়ায় মেঘ কখনো স্থায়ী হয়নি। আর সেই মঞ্চনাটকের পুণরুজ্জীবন আর বাঙালির সাথে মঞ্চনাটকের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা মাথায় রেখেই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আয়োজিত হতে চলেছে ‘নাট্যোৎসব’। চৈত্রের শেষটা এবার বেশ জমজমাট আর উৎসবমুখর করতেই ‘চৈত্র সংক্রান্তি’ শিরোনামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাট্য সংগঠন ‘অল স্টারস ড্যাফোডিল’ আসন্ন ১২ এপ্রিল উদযাপন করতে চলেছে চৈত্র সংক্রান্তি নাট্যোৎসব ১৪২৪।

চৈত্র সংক্রান্তি উৎসব। ছবিটি প্রতীকী।

একটু ভিন্নমাত্রার এ উৎসবের আওতায় ঘরোয়া প্রযোজনায় মোট ৪টি নাটক পরিবেশিত হবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হবে। নাটক এবং নির্দেশনায় থাকছে যথাক্রমে:

নাটক: কমলাকান্তের জবানবন্দি

রচনা: বঙ্গিক্মচন্দ্র চট্টোপ্যাধায়

নির্দেশনা: মেহদাদ তকি সৃজন

সময়: দুপুর ৩টা

 

মূকাভিনয়: সুহাসিনী

রচনা ও নির্দেশনা: শাহরিয়ার ইসলাম

সময়: ৩টা ৪০ মিনিট

 

নাটক: বনমায়া

রচনা ও নির্দেশনা: ইলিয়াস নবি ফয়সাল

সময়: ৪টা ৪০মিনিট

 

নাটক: আমার বনলতা

রচনা ও নির্দেশনা: আহমেদ মেরাজ

সময়: ৫টা ৪৫ মিনিট

উৎসবের প্রস্তুতি সম্পর্কে অল স্টারস ড্যাফোডিলের প্রেসিডেন্ট মেরাজ আহমেদের সাথে কথা বললে তিনি জানান ‘উৎসবের প্রস্তুতি প্রায় শেষ, চারটি নাটকই প্রস্তুত মঞ্চায়িত হবার জন্য। প্রতিটি নাটকই দর্শক উপভোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছারাও সংগীত ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন থাকছে উৎসবে।

Sharing is caring!

Leave a Comment