গার্মেন্টস শিল্পের সফটওয়্যার টাইম এসএসডি ও জিপিডি নিয়ে সেমিনার
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার (সিডিসি) ও রোমানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান টাইম এসএসডির যৌথ আয়োজনে ১৮ জুলাই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে গার্মেন্টস শিল্পে ব্যবহার উপযোগী সফটওয়্যার ‘টাইম এসএসডি ও জিপিডি’ নিয়ে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার। সেমিনারটি পরিচালনা করেন টাইম এসএসডির ব্যবস্থাপনা পরিচালক লাজলো এসজাবো ও টাইম এসএসডির শিল্প প্রকৌশল পরামর্শক বেলা মার্থি।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাসেত, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মান্নান বিনতে তাজ নূর, একই বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শেখ আবুজার, একই বিভাগের প্রভাষক ফয়সাল চৌধুরী, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. শামসুদ দোহা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে রন টাইম এসএসডির ব্যবস্থাপনা পরিচালক লাজলো এসজাবো বলেন, এসএসডি প্রোডাক্ট ফ্যামিলির পঞ্চম জেনারেশনকে প্রতিনিধিত্ব করে এসএসডি-৫ সফটওয়্যার। গার্মেন্টস ও শ্রমিকনির্ভর প্রতিষ্ঠানের কম্পিউটারের ডাটা সিস্টেমকে ১৯৮২ সাল থেকে ধারাবাহিকভাবে উন্নত করছে এই সফটওয়্যার। সফটওয়্যারটি নতুনভাবে জিপিডি নাম নিয়ে ২০১৬ সাল থেকে কাজ করছে। বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে এসএসডির পাঁচ শতাধিক গ্রাহক রয়েছে।
তিনি আরো বলেন, এসএসডি-৫ একটি কম্পিউটার প্রোগ্রাম এবং এসএসডি-৫ ডাটাবেস মানসম্মত ডাটাকে সংযুক্ত করছে। জিপিডি সফটওয়্যার সমাধানটি গার্মেন্টস ও নিটওয়্যার ম্যানুফেকচারের অপারেশন ও ম্যানুফেকচারিং দক্ষতাকে বৃদ্ধি করছে। জিপিডি সফটওয়্যারের মধ্যে রয়েছে মানসম্মত সময় ডাটাবেজ এবং কেপিআই সিস্টেম।