শিক্ষার্থী জীবনবীমার ৫ লাখ টাকা হস্তান্তর করল ড্যাফোডিল
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের নিহত শিক্ষার্থী সাইফুল্লাহ তালুকদার মহসীনের জীবন বীমার মুত্যু দাবীর পাঁচ লক্ষ টাকার চেক আজ মঙ্গলবার (৩১ জুলাই) আনুষ্ঠানিকভাবে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়। আজ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নিহত শিক্ষার্থী সাইফুল্লাহ তালুকদার মহসীনের বাবা আলী আকবর তালুকদার মল্লিকের হাতে পাচঁ লাখ টাকার চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রফেসর ড. এ কে এম ফজলুল হক, পরিচালক (হিসাব ও অর্থ) মুমিনুল হক মজুমদার, পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, পরিবেশ বিজ্ঞান এবং দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. কামাল পাশা, উর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (হিসাব ও অর্থ) রেজাউল করিম মাসুদ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহীদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীই জীবনবীমার আওতাভূক্ত।