নিরাপত্তা ব্যবস্থাকে যুগপোযোগী করতে সমঝোতা
- ক্যাম্পাস ডেস্ক
নিরাপত্তা ব্যবস্থাকে যুগপোযোগী, উন্নত ও সুরক্ষিত করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এক্সপ্রেস সিকিউরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ০৫ আগস্ট রবিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক এবং সিকিউরিটি এক্সপ্রেসের স্বত্তাধিকারী মো. খোরশেদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হামিদুল হক খান, পরিচালক (হিসাব ও অর্থ) মো. মমিনুল হক মজুমদার, প্রকল্প পরিচালক মেজর মো. আরমান আলী ভূইঁয়া, যুগ্ম পরিচালক সাব্বির আহমেদ, উপ-পরিচালক নাজিম উদ্দিন সরকার, উর্ধ্বতন সহকারি পরিচালক মো. আনোার হাবিব কাজল, মো. রেজাউল করিম মাসুদ এবং সিকিউরিটি এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহাবুদ্দিন শাহীনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমঝোতা চুক্তি অনুযায়ী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সব ধরনের নিরাপত্তা বিধান করবে এক্সপ্রেস সিকিউরিটি। এ লক্ষ্যে নিরাপত্তাকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া নিরাপত্তাবিধানের স্বার্থে প্রয়োজনীয় সকল উপকরণ, যন্ত্রপাতি ও অনুসঙ্গ প্রদানের ব্যবস্থা করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।