ড্যাফোডিলে ‘শিক্ষকদের জন্য প্রশিক্ষণ’ কর্মসূচী
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষা উন্নয়ন (জিইডি) বিভাগের আয়োজনে গত ১০-১৪ আগস্ট ৫ দিনব্যাপী ‘শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ’কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচীতে সাধারণ শিক্ষা উন্নয়ন ও ইংরেজি বিভাগের ৮০জন শিক্ষক অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম গত ১৪ আগস্ট ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন।
দক্ষ ও মানসম্মত শিক্ষক তৈরির লক্ষ্যে শিক্ষকদেও আত্ম উন্নয়ন, দক্ষতাবৃদ্ধি, গবেষণামূলক জ্ঞানবৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার জানা ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রশিক্ষণ কোর্স সাজানো হয়েছিল।
প্রশিক্ষণ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, অ্যালাইড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আহমাদ ইসমাইল মোস্তফা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ খোন্দকার মোহাম্মদ শাহ-আল-মামুন, উম্মে মোস্তারিনসহ অন্যান্য অনুষদের শিক্ষকবৃন্দ।
বিশ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচীর মধ্যে ছিল শিক্ষকতার মৌলিকবিষয়, শিক্ষকতায় প্রযুক্তির ব্যবহার, আত্ম উন্নয়ন ও শিক্ষকতায় দক্ষতাবৃদ্ধি এবং গবেষণা উন্নয়ন।