ইউজিসিতে ‘ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আই কিউএসির সমাপন প্রতিবেদন’ দাখিল
- ক্যাম্পাস ডেস্ক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আইকিউএসি’র উপ-প্রকল্প সমাপন প্রতিবেদন দাখিল করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারীর হাতে এ প্রতিবেদন তুলে দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম ফজলুল হক । এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইকিউএসি ইউনিটের সাবেক প্রধান অধ্যাপক ড. মেজবাউদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. এসকে আব্দুল কাদের আরেফিন, উর্ধ্বতন সহকারী পরিচালক নাফিস ইমতিয়াজ ইসলাম ও আইকিউএসির হিসাব কর্মকর্তা কামনাশীষ কুণ্ডু।
উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নির্ধারিত সময় ৩০ জুন, ২০১৮ সালের মধ্যে ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি প্রতিষ্ঠা’ শীর্ষক উপ-প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এই উপ-প্রকল্পটি ২০১৫ সালের ১ জুলাই শুরু করা হয়েছিল। প্রকল্পকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগ এই প্রকল্পের অধীনে সেলফ অ্যাসেসমেন্ট কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করেছে এবং সেলফ অ্যাসেসমেন্ট পরবর্তী বাস্তবায়ন পরিকল্পনাও গ্রহণ করেছে।
প্রতিবেদন হস্তান্তরের সময় অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি উপ-প্রকল্প সফলভাবে সম্পন্ন করার জন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। ড্যাফোডিল ইউনিভার্সিটির আইকিউএসি বিভাগ সেলফ অ্যাসেসমেন্ট পরবর্তী ধাপগুলো সফলভাবে বাস্তবায়ন করার মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।