বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিলের সমঝোতা
- ক্যাম্পাস ডেস্ক
গবেষণা শক্তি বাড়াতে ও উচ্চশিক্ষার উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জিপিসি’র পরিচালক অধ্যাপক ড. এম এ রহিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফখরে হোসেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. একেএম ফজলুল হক, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন. অতিথি শিক্ষক ড. আমীর আহমেদ, সহকারী অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রমুখ।
সমঝোতা অনুযায়ী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণার প্রয়োজনে পরস্পরের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা বিনিময় করবে। যৌথভাবে প্রতিষ্ঠান দুটি বিভিন্ন গবেষণা প্রকল্প বাস্তবায়ন করবে। শিক্ষার্থীদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেমিনার, কর্মশালা ইত্যাদির আয়োজন করবে এ দুটি প্রতিষ্ঠান। এছাড়া পারস্পরিক সম্মতিতে পাঠ্যক্রমের উন্নয়ন ঘটানো, সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়, কৃষি উন্নয়ন ভিত্তিক কার্যক্রমের আয়োজন ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনা করবে তারা।