আদ্যপান্ত আইইএলটিএস

আদ্যপান্ত আইইএলটিএস

  • মো. সাইফ

উচ্চশিক্ষা অথবা চাকরির প্রয়োজনে দেশের বাইরে যেতে চাইলে ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র দেখাতে হয়। আইইএলটিএস হচ্ছে সেই দক্ষতা প্রমাণের একটি পরীক্ষা। শুধুমাত্র ইউরোপের দেশগুলোতেই আগে দেখাতে হতো আইইএলটিএস এর স্কোর। তবে বর্তমানে ইউরোপের বাইরেও ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ দেখাতে হয় আইইএলটিএস পরীক্ষার স্কোর।

পরীক্ষা যেভাবে

আন্তজার্তিক স্বীকৃতিপ্রাপ্ত এই পরীক্ষায় অঙ্গশগ্রহণে নেই বয়সের বাধ্যবাধকতা। যে কেউ অংশ নিতে পারেন এই পরীক্ষাটিতে। একাডেমিক ও জেনারেল ট্রেনিং—দুই ক্যাটাগরিতে পরীক্ষা দেয়া যায়। স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডির শিক্ষার্থীরা একাডেমিক মডিউলে পরীক্ষা দেয়। এছাড়া কারিগরি বিভাগে ভর্তির জন্য এবং ইমিগ্রেশনের জন্যে পরীক্ষা দিতে হয় জেলারেল মডিউলে। আইইএলটিএস পরীক্ষা চারটি অংশে হয়- রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং।

রিডিং

বই, জার্নাল, সংবাদপত্র এবং ম্যাগাজিন থেকে কিছু অংশ তুলে দেয়া থাকে। সেটা পড়েই উত্তর বের করতে হয় পরীক্ষার্থীদের।প্রশ্নে সাধারণত সঠিক উত্তর, সংক্ষিপ্ত উত্তর, বাক্য পূরণ ইত্যাদি থাকে। তিনটি বিভাগে ৪০টির মতো উত্তর দিতে হয় পরীক্ষার্থীদের। সময় ১ ঘন্টা।

রাইটিং

দুটি প্রশ্ন থাকে এই বিভাগে। প্রথমটিতে বিভিন্ন চার্ট  বা ডায়াগ্রাম থাকে।দ্বিতীয় প্রশ্নে কোনো বিষয়ের উপর মত বা যুক্তি উপস্থাপন করতে বলা হয়। এক ঘন্টা সময়ের এই পরীক্ষায় সাধারণত পরীক্ষার্থীর ইংরেজি লেখার দক্ষতা যাচাই করা হয়ে থাকে।

লিসেনিং

চারটি অংশে এই পরীক্ষা নেওয়া হয়। বিভিন্ন বিষয়ে বক্তৃতা, কথোপকথন  বা অন্য কোনো বিষয়ে অডিও সিডি শোনানো হয়। একবারই শুনে প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখতে হয়। ত্রিশ মিনিট সময় থাকে এই অংশের জন্য। কথোপকথন শুনে বোঝার ক্ষমতাকেই যাচাই করা হয় এখানে।

স্পিকিং

ইংরেজিতে কথা বলার সক্ষমতা যাচাই হয় এই বিভাগে। তিনটি বিভাগে প্রশ্ন করা হয় পরীক্ষার্থীকে। প্রথমে পরিচিতিমূলক কথা দিয়ে শুরু হয়। পরে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে হয়, শেষ দিকে কোনো বিষয় নিয়ে আলাপচারিতা হয় পরীক্ষার্থীদের সাথে। এই বিভাগে সময় ধরা হয় ১০ থেকে ১৫ মিনিটের মতো।

ফলাফল নির্নয়

১ থেকে ৯ স্কেলে আইইএলটিএসের ফল প্রদান করা হয় । রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং চারটি অংশে আলাদাভাবে ব্যান্ড স্কোর দেওয়া হয়। চার বিভাগে প্রাপ্ত স্কোরের সমষ্টিকে গড় হিসাব করে সম্পূর্ণ স্কোর দেওয়া হয় যেটিই মূলত আইইএলটিএস এর স্কোর।

কোথায় দেবেন পরীক্ষা

বাংলাদেশে আইইএলটিএস পরিচালনাকারী প্রতিষ্ঠান হচ্ছে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি। প্রতি মাসেই নির্দিষ্ট তারিখে দুই বা তিনবার পরীক্ষা দেওয়া যায়। ওয়েবসাইট থেকেই জানা যাবে পরীক্ষার তারিখ এবং অন্যান্য তথ্য। পরীক্ষায় অংশগ্রহণ ফি এখন প্রায় ১৫ হাজার টাকা। দুই সপ্তাহের মধ্যেই ফলাফল দিয়ে দেওয়া হয় যার মেয়াদ থাকে দুই বছর। পরীক্ষা দেওয়ার জন্য দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও পাসপোর্ট থাকতে হয়। অন্যথায় পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।favicon59

Sharing is caring!

Leave a Comment