ফ্রান্সে উচ্চশিক্ষা
- ক্যাম্পাস ডেস্ক
ফ্রান্স পশ্চিম ইউরোপের বৃহত্তম দেশ। পৃথিবীর অন্যান্য দেশ যখন যুদ্ধ করে সারা পৃথিবী থেকে ধন সম্পদ লুটে ব্যস্ত, তখন ফ্রান্স যুদ্ধ জয় করে আহরণ করেছে পৃথিবীর সব বিখ্যাত শিল্পকর্ম। সে বিবেচনায় জাতি হিসেবে ফ্রান্স অনেক আগেই সভ্য। মানবতাবাদী দেশ হিসেবে আজকের ফ্রান্সের সুনাম বিশ্বময় বিস্তৃত। নেপোলিয়ন বোনাপার্টের হাতে ফ্রান্সের শিল্প বিপ্লব তথা রেঁনেসা যুগের শুরু। শিল্পী-সাহিত্যিকদের স্বাধীন জীবন-যাপনে ফ্রান্সের জুড়ি পৃথিবীর কোথাও নেই। প্রযুক্তি, বিজ্ঞান ও সাহিত্য-সংস্কৃতিতে সমৃদ্ধ এ দেশটির তিন দিকে রয়েছে জার্মানি, স্পেন ও ইতালি। ফ্রান্সে ফরাসি বিপ্লবের পর থেকে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত প্রজাতন্ত্রী ও রাজতন্ত্রী সরকার একে অন্যকে প্রতিস্থাপিত করতে থাকে। পরবর্তীতে ১৯৫৮ সালে রাষ্ট্রপ্রধান চার্লস ডি গলের শাসনামলে ফ্রেঞ্চ কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। শক্তিশালী অর্থনীতি, উন্নত জীবনযাত্রা এবং মানসম্পন্ন শিক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনার কারণে সারাবিশ্ব থেকে শিক্ষার্থীরা ফ্রান্সে পড়াশোনা করতে যায়।
এক নজরে ফ্রান্স
পুরো নাম : ফ্রান্স রিপাবলিক।
ভাষা : ফরাসি (অফিশিয়াল), ইতালিয়, জার্মান।
ধর্ম : রোমান ক্যাথলিক ৮৩-৮৮%, মুসলমান ৫-১০%, অন্যান্য ২%।
আয়তন : ৫,৪৭,০৩০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা : ৬৫,৩১২,২৪৯ (জুলাই-২০১১)।
জনসংখ্যার ঘনত্ব : ২৯০/বর্গ কিলোমিটার।
রাজধানী : প্যারিস।
প্রধান শহর : প্যারিস, লিঁয়, মারসেইল, লিলি।
সাক্ষরতার হার : ৯৯%।
মাথাপিছু আয় : ৩৩,১০০ ডলার।
মুদ্রা : ইউরো। (১ ইউরো = ১০৭.২০৬৪ টাকা)।
বাংলাদেশের সাথে সময়ের পার্থক্য : -৫ ঘণ্টা
আন্তর্জাতিক ডায়ালিং কোড : ০০৩৩।
শিক্ষাব্যবস্থা যেমন
ফ্রান্সের শিক্ষাব্যবস্থা পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে অন্যতম। ব্যাচেলর থেকে শুরু করে মাস্টার্স, পিএইচডি, পোস্ট-গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্সসহ উচ্চশিক্ষার প্রায় সকল ব্যবস্থাই বিদ্যমান। এখানকার ব্যাচেলর কোর্সগুলো বিষয় ভেদে ৩-৪ বছর মেয়াদি, মাস্টার্স কোর্সগুলো ১-২ বছর মেয়াদি হয়ে থাকে।
ভাষা
ফ্রান্সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফরাসি ভাষায় পড়াশোনা করানো হয়। তাই ফ্রান্সে পড়াশুনা করতে হলে অবশ্যই ফরাসি ভাষা জানতে হবে। আর বাংলাদেশে ফ্রান্সের ভাষা শেখার জন্য যোগাযোগ করতে পারেন নিম্ন ঠিকানায়।
যোগাযোগ : আলিয়ঁস ফ্রঁসেজ, মিরপুর রোড, ৩, কর্নার হাউজ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা। ফোন : ৮৬১১৫৫৭, ৯৬৭৫২৪৯, ৮৯১৫৪২৯। তাছাড়া ফরাসি ভাষা জানা থাকলে ভর্তি প্রসেস করতে এবং ভিসা প্রসেসিং-এ অনেক সুবিধা পাওয়া যায়।
পড়ার বিষয়
আর্টস, ভিজ্যুয়াল আর্টস, ভিডিও অ্যান্ড মিডিয়া, ইকোনমিক্স, সোস্যাল অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাঙ্গুয়েজ, ’ল, স্পোর্টস সায়েন্স, কম্পিউটার সায়েন্স, জুওলজি, বায়োলজি, কমিউনিকেশন, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, প্লান্ট বায়োলজি, অ্যানিমেল বায়োলজি, ফিজিক্স, লিটারেচার, মেডিক্যাল সায়েন্সেস, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স, সোসিওলজি, সিনেমা, ইনফরমেশন সায়েন্স, মর্ডান হিস্ট্রি, ফিলোসফি, থিয়েটার, মিউজিক, আরবান প্লানিং, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যান সায়েন্সেস, মেডিসিন, আর্থ সায়েন্সেস, ইলেকট্রনিক্স, ম্যানেজমেন্ট, এনাটমি, রেডিওলজি, ফার্মাকোলজি, রিহ্যাবিলিটেশন, কার্ডিওলজি, সার্জারি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, প্রসেস ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, ইন্টারন্যাশনাল রিলেশন্স, এথলেটিকস, আর্কিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংসহ আরও অনেক বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণা করার সুযোগ রয়েছে ফ্রান্সে।
খরচ যেমন
সাধারণত ফ্রান্সের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই টিউশন ফি লাগে না বা বার্ষিক টিউশন ফির একটা অংশ হিসেবে ৫ লাখ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত প্রদান করতে হয়। বাকি অংশ ফ্রান্স সরকার ভর্তুকি দিয়ে থাকে। ফ্রান্সে পড়াশোনার খরচ সংক্রান্ত অন্যান্য সকল তথ্যের জন্য ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ এবং ফ্রান্স দূতাবাসে যোগাযোগ করতে হবে।
অন্যান্য খরচ : ফ্রান্স বিলাসবহুল রাষ্ট্র। এখানে থাকা-খাওয়া তথা জীবন-যাপন ব্যয়বহুল। এখানকার বিভিন্ন শহরে খরচের পার্থক্য রয়েছে। প্যারিসে জীবন-যাত্রা সবেচেয়ে ব্যয়বহুল। জীবন-যাত্রা এবং অন্যান্য খরচ সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃপক্ষ এবং ফ্রান্স দূতাবাসে যোগাযোগ করে জেনে নেয়া যেতে পারে। তবে থাকা-খাওয়া বাবদ সাধারণত মাসে ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বা তারও বেশি খরচ হয়।
কাজের সুযোগ
বিদেশি শিক্ষার্থীদের সপ্তাহে একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজের অনুমতি দেয়া হয়ে থাকে। ছুটির সময় ফুলটাইম কাজ করা যায়। সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে ও ডিপার্টমেন্টাল শপগুলোতে পার্টটাইম জব করে থাকে। ফ্রান্সে পার্টটাইম জব থেকে অর্জিত আয়ে লেখাপড়ার সব খরচ মেটানো যায়।
যেভাবে আবেদন
ফ্রান্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে আলিয়ঁস ফ্রঁসেজ পুরোপুরি সহযোগিতা করে থাকে। তাই যারা ফ্রান্সে পড়াশুনা করতে আগ্রহী তারা আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
ভিসা
ফ্রান্সের ভিসা পেতেও আলিয়ঁস ফ্রঁসেজ সব ধরনের তথ্যগত সাহায্য করে থাকে। যোগ্য এবং তাদের পরামর্শমতো চললে ভিসা পেতে সহজ হয়। তবে সাধারণত স্টাডি ভিসার জন্য ফরাসি ভাষায় দক্ষতা এবং ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখাতে পারলে সহজেই ভিসা পাওয়া যায়।
বৃত্তি
বৃত্তির জন্য ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজে যোগাযোগ করতে হবে।
ফ্রান্সের প্রধান কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান
University De Limoges
33 rue Francois Mitterand, BP 23204/87032 Limoges Cedex 01, France.
Tel : 05 55 149100, Fax : 05 55457634
E-mail : webmaster@unilim.fr, Web : www.unilim.fr
University De Savoie
BP 1104 Chambery Cedex, 27 rue Marcoz, 73000 Chambery, France.
Tel : 479758585, Fax : 479758444, E-mil : dri@univ-savoie.fr,
Web : www.univsavoie.fr
University De Paris IV
1, rue victor-Cousin, 75230 Paris Cedex 05, France.
Tel : 140462211 Fax : 140462588
E-mail : accueil.international@paris4.sorbonne.fr,
communication@paris4.sorbonne.fr, Web : www.paris4.sorbonne.fr
ফ্রান্সের উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান
University De Poitiers
15 rue de I HotelDieec. 86034 Poitiers Cedex, France
Tel : 549453000, Fax : 549453050,
E-mail : communication@ univpoitiers.frdanielle.herouali@univ-poiters.fr
web : www.univpoitiers.fr
University De Rouen
1 rue thomas Becket, Secretariat General, 76821 Mont Saint Aigran Codex France. Tel: 235146000, 235146134, Fax : 235146348, 235146136
E-mail : christine.varin@univ-rouen.fr, Web : www. univrouen.fr
University De Nantes
1 quia de Tourville, BP 13522, 44035 Nantes Cedex 01, France.
Tel : 240998383, Fax : 240938300
E-mail : preesident@presedent.univantes.fr, web: univantes.fr ।