বুয়েট শিক্ষার্থীর ‘রিদমিক কী-বোর্ড’

বুয়েট শিক্ষার্থীর ‘রিদমিক কী-বোর্ড’

  • ক্যাম্পাস ডেস্ক

অনলাইন মাধ্যমে বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মগুলোতে বাঙালি যারা উপস্থিত হন তাদের শতকরা ৮০ ভাগই বাংলাকেই লেখার মাধ্যম হিসাবে বেছে নেন। আর এদের মধ্যে সিংহভাগই আবার ইন্টারনেট ব্রাউজ করেন মুঠোফোন থেকে। আর এই বাংলা ভাষাকে জনপ্রিয় করতে এন্ড্রয়েড ফোনে বাংলা লেখার সফটওয়্যার উদ্ভাবনের মাধ্যমে ও অনলাইন মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন এনেছে বুয়েটের শিক্ষার্থী শামীম হাসনাত।

কম্পিউটার প্রকৌশলের ছাত্র হাসনাতের এই উদ্ভাবনকে স্বাগত জানিয়েছে অনেকে। নিত্যনতুন চিন্তা আর যুক্তি নিয়ে চলতো তার প্রতিদিনের রুটিন। প্রোগ্রামিং করে বানাতে চেষ্টা করে মানুষের কাজ সহজ করে দিবে এমন সফটওয়্যার। তখন এন্ড্রয়েড ফোনের জন্য ভালোমানের কোন বাংলা লেখার কী-বোর্ড বা সফটওয়্যার ছিল না। ফোনেটিক কনভার্সনের জন্য কোড লিখেছিলেন প্রথমে, এরপর ওখান থেকেই এন্ড্রয়েড কী-বোর্ড বানানোর ধারণা পায় হাসনাত। বহুদিনের পরিশ্রমে সৃষ্টি করেছেন ‘রিদমিক কি-বোর্ড’।

এই উদ্ভাবনের জন্য তো রীতিমতো সবার চোখ ছানাবড়া! এন্ড্রয়েডের সবচেয়ে বেশি জনপ্রিয়তার কারণ হচ্ছে এগুলোর সাথে চলে এমন এপ্লিকেশন বা গেইম খুব সহজেই পাওয়া যায়। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের উপর ভিত্তি করে সফটওয়্যারটি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন বিনামূল্যে। কোন বিজ্ঞাপনের বিড়ম্বনাও নেই এটিতে। বর্তমানে ক্রমান্বয়ে ৬টি ভার্সন পার হয়ে রিদমিক ৩.১.৫ এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। আগের অনেক ছোটোখাটো ত্রুটি সংশোধন করা হয়েছে।

সৌন্দর্যপ্রেমীদের জন্য রিদমিক কী-বোর্ডের আছে হরেক রকমের থিম বা স্টাইলের ব্যবস্থা। রিদমিক কী-বোর্ড ‘গুগল পেন্ট স্টোর’ থেকে নামিয়ে মোবাইল ফোনে সেটাপ দেয়াও যেমন সহজ, তেমনি হাসনাত ব্যবহারকারীদের জন্য অতি সহজেই অনেক প্রকার মানানসই থিম পরিবর্তনের সুযোগও রেখেছেন। বর্তমানে বাজারে এন্ড্রয়েড ফোনের জন্য ‘মায়াবী কী-বোর্ডের’ ন্যায় আরও বেশ কিছু কী-বোর্ড আছে।

সূত্র: ইত্তেফাকfavicon59

Sharing is caring!

Leave a Comment