মালয়েশিয়ায় উচ্চশিক্ষা

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা

  • ক্যাম্পাস ডেস্ক

উদ্দেশ্য যদি হয় সাধ্যের ভেতর বিদেশে উচ্চশিক্ষা, সেক্ষেত্রে জন্য প্রকৃত দেশ মালয়েশিয়া। পর্যটন কেন্দ্রিক দেশ হওয়াতে এখানে রয়েছে প্রচুর কাজের সুযোগ। পড়াশোনা, থাকা খাওয়ার খরচও কম। মালয়েশিয়াতে জীবনযাত্রার মান খুবই উন্নত। বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও খাদ্যগত মিল রয়েছে।

ইউনিভার্সিটি ও কলেজ: মালয়েশিয়ায় রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কলেজ। এই সকল বিশ্ববিদ্যালয়/কলেজ পৃথিবীর উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত। অতএব মালয়েশিয়া থেকে লেখাপড়া করে পৃথিবীর যেকোন দেশে চাকরি অথবা পরবর্তী পর্যায়ের লেখাপড়ার জন্য চলে যেতে পারবেন।

টিউশন ফি: মালয়েশিয়ায় লেখাপড়া করার সব থেকে সুবিধা হচ্ছে, এখানে টিউশন ফি অন্যান্য উন্নত দেশের ইউনিভার্সিটি/কলেজ থেকে অনেক কম। ইউরোপ/অস্ট্রেলিয়া/কানাডাতে এক/দুই বছরে টিউশন ফি দিয়ে মালয়েশিয়াতে সম্পূর্ন কোর্স শেষ করা যাবে কিন্তু সার্টিফিকেট এবং লেখাপড়ার মান কোন অংশেই ঐসব ইউনিভার্সিটি থেকে কম হবে না।

ভর্তি তথ্য: মালয়েশিয়ার অ্যাডমিশন এবং ভিসা সিস্টেম অন্যান্য দেশের অ্যাডমিশন এবং ভিসা সিস্টেম থেকে অনেক বেশি সহজ। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের নিয়ম অনুযায়ী বর্তমানে অনেক দ্রুত ভিসা প্রসেস করা সম্ভব। কলেজ এবং ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসলে পরবর্তীতে ভিসা হতে তেমন কোন বাঁধা থাকে না। মালয়েশিয়ার ভিসা প্রসেসিংয়ে আরো একটি সুবিধা হচ্ছে স্টুডেন্ট ভিসা অ্যাপ্রæড হওয়ার পরে টিউশন ফি কলেজ/ইউনিভার্সিটিকে দিতে হয়। এর কারণে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেস করা খুবই নিরাপদ।

যোগ্যতা: মালয়েশিয়াতে লেখাপড়া করার জন্য নূন্যতম এসএসসি/ও লেভেল/দাখিল পাশ হলেই চলবে। এসএসসি/ও লেভেল/ দাখিল পাশ হলে ডিপ্লোমা লেভেল, এসএসসি বা সমমান এবং এইচএসসি পাশ হলে ডিপ্লোমা/ ব্যাচেলর উভয় প্রোগ্রামেই যেতে পারবে। ব্যাচেলর পাশ করেও মালয়েশিয়াতে ডিপ্লোমা অথবা পুনরায় ব্যাচেলরে যাওয়া যায়। কারণ মালয়েশিয়াতে স্টাডি গ্যাপ গ্রহনযোগ্য। মালয়েশিয়াতে বর্তমানে অল্পকিছু বিষয়ে মাস্টার্স লেভেলে যেতে আইইএলটিএসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফান্ডেশন, ডিপ্লোমা/ব্যচেলর লেভেলে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। তবে আইইএলটিএস থাকলে অবশ্যই ছাত্রছাত্রী অনেক বেশি সুযোগ সুবিধা পাবে।

বিষয়সমূহ

>> Business (Administration, Management, Accounting, Finance, HRM, Marketing, Economics) CIMA, CAT.

>> Engineering (Electrical, Electronics, Mechanical, Civil, Aeronautical, Marine, Architecture)

>> Computer Science, IT, Tele Comm, Network, MIS, Software, Game Technology

>> Hospitality (Hotel, Travel, Tourism, Culinary, Chef)

>> Medical, Physiotherapy, Nursing , Public health, Dentisty

>> LAW, Mass Communication, Environmental Science, English Language, Sociology, IR

>> Mathematics, Physics, Chemistry, Biology

>> Agriculture, Horticulture, Veterinary এছাড়াও শতাধিক সাবজেক্ট।

জীবনযাত্রা: মালয়েশিয়ার জীবনযাত্রার মান খুবই উন্নত। এখানে একজন ছাত্র/ছাত্রী খুবই মানসম্মত জায়গায় খুবই কম খরচে থাকতে পারবেন। স্বাভাবিকভাবে মালয়েশিয়া খুবই পরিষ্কার একটি দেশ। এখানে যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত। ৫/৬ ধরনের মেট্রো ট্রেনের ব্যবস্থা রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। মালয়েশিয়া বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে। বাংলাদেশ থেকে মাত্র ৩.৫ ঘন্টার প্লেন ভ্রমনেই চলে যাওয়া যায় মালয়েশিয়াতে। মালয়েশিয়ার প্লেনের টিকিটের দাম খুবই কম। যেহেতু মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা মাল্টিপল এন্ট্রি ভিসা সেহেতু ইচ্ছা হলেই বাংলাদেশে খুব সহজেই চলে আসা যায়। এছাড়া লেখাপড়ার মান খুবই উন্নত।

বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছে। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার অন্যতম। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করে থাকে প্রতিষ্ঠানটি। দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে কাজ করছে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার। এখান থেকে স্টুডেন্টের যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কোর্স ও ইউনিভার্সিটি সিলেক্ট করে দেয়া হয়, যাতে একজন স্টুডেন্ট সহজে ডাইজেস্ট করতে পারে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়াতে পড়াশোনা করতে গেলে স্টুডেন্টকে প্রি ডিপারচার ট্রেনিং দেয়া হয় ফ্রি অফ চার্জ, ফলে স্টুডেন্ট ফ্লাই করার পূর্বে মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত ধারনা ও তথ্য নিতে পারে। এতে করে মালয়েশিয়ায় যাওয়ার পর স্টুডেন্টকে কোনো ভোগান্তিতে পড়তে হয় না।

যোগাযোগ: বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার, বিটিআই সেন্টার প্লাজা, ৯৫ গ্রীন রোড, ফার্মগেট।

ফোন: ০২-৯১১৪১১, মোবাইল: ০১৭৭৭৩৩৩৩০০, ০১৭৭৭৪৪৪৪৬৬।

ওয়েবসাইট: www.bmscl.com, ফেসবুক: malaysiastudycentre      favicon59-4

Sharing is caring!

Leave a Comment