জাবিতে একযোগে ৯ শিক্ষকের পদত্যাগ
- নিজস্ব প্রতিবেদক
কতিপয় শিক্ষার্থীর ‘ধারাবাহিক অসৌজন্যমূলক আচরণ’ ও ‘নিরাপত্তাহীনতা’র কথা উল্লেখ করে একযোগে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ কামালউদ্দিন হল প্রশাসনের দায়িত্বে থাকা ৯ শিক্ষক।
আজ (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে হলের দায়িত্বে থাকা ওই শিক্ষকরা পদত্যাগপত্র জমা দেন।
এই নয় শিক্ষক হলেন—হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নজিবুর রহমান, ওয়ার্ডেন এইচ এম সাদত ও মো. খোরশেদ আলম, আবাসিক শিক্ষক মো. ফখরুল ইসলাম ও মো. মিজানুর রহমান, সহকারী আবাসিক শিক্ষক মো. তাজউদ্দিন সিকদার, মো. মোজাম্মেল হোসেন, কাজী রাসেল উদ্দিন ও সুব্রত বণিক।
শিক্ষকদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বলেন, ‘উনারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে অ্যাকসেপটেন্স (গ্রহণ) হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। উনাদেরকে হল প্রশাসন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছি আমরা।’
দায়িত্বপালন করে যাবেন কি না সে ব্যাপারে জানতে চাইলে পদত্যাগী হল প্রশাসনের প্রাধ্যক্ষ অধ্যাপক নজিবুর রহমান বলেন, ‘আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। এখন থেকে আমাদের আর কোনো দায়-দায়িত্ব নেই।’