কুবিতে স্বাধীনতা দিবস উদযাপিত
- রাসেল মাহমুদ, কুমিল্লা
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ।
পরে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ,সাংবাদিক সমিতি, বিভিন্ন হল, বিভাগ, ছাত্রলীগসহ বিভিন্ন সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবার।
এ সময় লাখো শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।এ সময় উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ বলেন, ২৬ মার্চের শসস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বিশ্বের বুকে আমাদের স্বাধীনসত্ত্বা জানিয়ে দেয়ার গৌরব অর্জন করেছিলাম, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। তাই বাঙালির ইতিহাসে শ্রেষ্ঠ সময় ১৯৭১, শ্রেষ্ঠ ঘটনা স্বাধীনতা যুদ্ধ এবং শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।’
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের মাঝে দিন ব্যাপী খেলার আয়োজন করা হয়। খেলার বিভিন্ন ইভেন্টের সম্মিলিত ফলাফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চ্যাম্পিয়ন হয়। এবং আবাসিক হল গুলোতে বিশেষ খাবারের আয়োজন করা হয়।