তনু হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

তনু হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ হত্যার প্রতিবাদে বিভিন্ন ইভেন্ট খুলে বিচার চেয়েছেন ক্ষুব্ধ নাগরিকরা। দি প্রমিনেন্টের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।


আসাদুজ্জামান, সাভার : সোহাগী জাহান তনু হত্যার উপযুক্ত বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

juআজ (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদ থেকে বিক্ষোভ মিছিলটি থেকে শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পরে মিছিলটি কলা ও মানবিকী অনুষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের  মাধ্যমে শেষ হয়।

এসময় রাষ্ট্রের কাছে নিরাপত্তার প্রশ্ন তুলে সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, আমরা এমন এক রাষ্ট্রে বাস করছি যেখানে একজন নারী তার সতীত্ব নিয়ে নিজ এলাকায় চলাফেরা করতে পারছে না। তাকে ধর্ষনের পর হত্যা করে খুঁনিরা অবাধে ঘুরে রেড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়ছে না। এমন অবস্থায় রাষ্ট্রের নিরাপত্তা কোথায়?’

সমাবেশে তনুর সাবেক সহপাঠি সাহাদাৎ নোমান, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আাবিদ সরকার সোহাগ, জাবি শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুষ্মিতা মরিয়ম, চিরকুটের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম মুনাওয়ার, জাবি থিয়েটারের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম পিয়াল, বিএসিসি’র সিইউও মুতাসিম বিল্লাহ বাকিসহ শতাধিক সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

.

cumillaরাসেল মাহমুদ, কুমিল্লা : তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১২টা থেকে দুপুর পৌনে ২ট পর্যন্ত কোটবাড়ী অভিমুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

.

cuসামির শাকের, চবি : তনু হত্যার প্রতিবাদে আজ সকালে মানববন্ধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন তারা তনু হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ঘোষণা দিয়ে এই মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

.

মো. সাইফ, ঢাবি : তনু হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ বিকেল ৫টায় সংগঠনটি এ বিক্ষোভ সমাবেশ করে।

প্রসঙ্গত, গত সোমবার সকালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর (২০) লাশ উদ্ধার করে পুলিশ।নিহত সোহাগী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কর্মী ছিলেন। তার বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন। তনুর বাবা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।  দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট তনু। favicon59

Sharing is caring!

Leave a Comment