আলোর মিছিল ও সড়ক অবরোধ করে তনু হত্যার প্রতিবাদ
- মো. আসাদুজ্জামান
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আলোক মিছিল ও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’ এর ব্যানারে আজ (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় চার শতাধিক সাংস্কৃতিক কর্মী ও সাধারণ শিক্ষার্থী মোমবাতি হাতে এতে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিশমাইল গেটে সাভার সেনানিবাসের পাশে ঢাকা আরিচা মহাসড়ক আধা ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে।
এ সময় তারা তনু হত্যার প্রতিবাদে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জোটের সভাপতি জুবায়ের টিপু বলেন, ‘ধর্ষকদের কালো থাবা থেকে আজ ছোট শিশু থেকে বৃদ্ধ নারী কেউই নিরাপদ নয়। পাহাড়ে, সমতলে, প্রাইভেটে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে, গার্মেন্টস কারখানায়, ক্যান্টনমেন্ট এমনকি মক্তব-মাদ্রাসায়ও নারীরা ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনার শিকার হচ্ছে। এর প্রতিবাদে আমাদেরই সোচ্চার হতে হবে। ’
সমাবেশে আরও বক্তব্য রাখেন, ছাত্রফ্রন্ট জাবি শাখা সম্পাদক সুস্মিতা মরিয়ম, জোটের কার্যকরী সদস্য মশিউর রহমান, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান সান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, শুভ্র, নজির আমিন চৌধুরি জয় প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে বিকেল তিনটায় মাদকবিরোধী জোটের জাবি শাখা শাখার পক্ষ থেকে একই দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ২০ মার্চ রবিবার রাতে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। রাতেই অলিপুরের একটি ঝোঁপের কাছে তনুর লাশ পাওয়া যায়।