ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘আর্ট ফেষ্টিভ্যাল’
- মাইনুল হাসান দুলন
শিক্ষার্থীদের খানিক সময়ের জন্য একাডেমিক একঘেয়েমি থেকে মুক্তি দিতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রজেক্ট ‘ক’ আয়োজন করেছিল আর্ট ফেস্টিভ্যাল। গতকাল (২৮ মার্চ) ঢাকার অদূরে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ আর্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সকালে ফেষ্টিভ্যালের উদ্ভোধন করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পরিচালক ড. মোস্তফা কামাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আর্ট মানুষের ভাবনার পরিধি অসীম করে। আমি তাদের এই উদ্দ্যোগকে স্বাগত জানাই। আমি আশা করবো তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লিজা শারমিন ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রভাষক ও স্টুডেন্টস আফেয়ার্সের সহকারী পরিচালক এজাজুর রহমান সজলসহ প্রমুখ।
দিন ব্যাপী এই ফেষ্টিভ্যাল শেষে সেরা চিত্র অঙ্কনকারীদেরকে পুরস্কৃত করা হয়।