তনু হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- শাহজাহান নবীন, কুষ্টিয়া
চাঞ্চল্যকর তনু ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে সনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।
আজ (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে শোক র্যালি বের হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের লয়্যার’স অ্যান্ড ল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন এই র্যালির আয়োজন করে। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
খুলনা-কুষ্টিয়া মহাসড়কের দু পাশে নানা ধরণের প্রতিবাদী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আজ পর্যন্ত আইনের আওতায় আনতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। এসময় তারা দ্রুততম সময়ের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সকলের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।