তনু হত্যার বিচার চেয়ে বেরোবিতে মানববন্ধন

তনু হত্যার বিচার চেয়ে বেরোবিতে মানববন্ধন

  • সজীব হোসাইন, রংপুর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার(২৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জাগ্রত নবীন’ নামের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আয়োজিত এক মানববন্ধনে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক কুন্তলা চৌধুরী বলেন, ‘ক্যান্টনমেন্ট এলাকায় তনুর মত পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি পুরো ছাত্র সমাজ তথা জাতির মধ্যে শংকার সৃষ্টি করেছে।’

অপরদিকে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্রী সালমা সাবিহা খুশি বলেন, ‘তনুকে ধর্ষণের পর হত্যার মত নৃশংস ঘটনা মধ্যযুগের বর্বরতা। হত্যাকাণ্ডের হোতাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।’

ঘন্টাব্যাপি এ মানববন্ধনে হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের তৎপরতায় প্রশাসনের উদাসিনতাকে দায়ী করে অবিলম্বে তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার করার দাবি জানানো হয়। favicon59

Sharing is caring!

Leave a Comment