অনুপ্রেরণার আয়োজন
- নিজস্ব প্রতিবেদক
তাঁরা এলেন, শুনলেন এবং অনুপ্রাণিত হলেন। এই ‘তাঁরা’ হলেন একঝাঁক তরুণ উদ্যেক্তা। এসেছিলেন রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। আজ (৩০ মার্চ) সকাল ১০টায় এই মিলনায়তনে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান।
মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালে কয়েকজন বন্ধু ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ১ হাজার ৪৮৩ টাকা নিয়ে আমি ব্যাবসা শুরু করেছিলাম। এখন পিএইচপি গ্রুপের বার্ষিক আয় ২০ বিলিয়ন টাকা।’
তিনি আরও বলেন, ‘প্রথম জীবনে আমি কয়েকটি সরকারি ব্যাংকে চাকরি করেছি। তখন আমার বেতন ছিল একশ টাকা। সেই অবস্থা থেকে আমি আজ এই পর্যায়ে এসেছি।’
অনুষ্ঠানে এক তরুণ উদ্যোক্তা তাঁকে উদ্দেশ্য করে বলেন-‘শোনা যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে প্রাইভেট কার তৈরি করতে যাচ্ছে পিএইচপি…।’
তরুণের কথা শেষ না হতেই তিনি বলেন, ‘একটি গাড়ি তৈরি করতে ৮ হাজার ৩৯২টি যন্ত্রাংশের প্রয়োজন হয়। এই যন্ত্রাংশগুলো আলাদা আলাদা কাখানায় উৎপাদিত হয়। আপনারা উদ্যেগ নিন এইসব যন্ত্রাংশের কারখানা তৈরি করার। আমি চাই, ৮ হাজার ৩৯২ জন উদ্যেক্তা তৈরি হোক।’
অনুষ্ঠান শেষে কথা হয় কয়েকজন উদ্যেক্তার সঙ্গে। আবু রফিক নামের একজন বলেন, আমি ছোট একটা ব্যাবসা করি। আজকের বক্তৃতা অনুষ্ঠানে এসে অনেক কিছু জানলাম। আমার মনোবল অনেক বেড়ে গেছে।’
‘পিএইচপি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তার চেয়ারম্যানের মুখে সংগ্রাম ও সাফল্যের গল্প শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি।’ বলছিলেন মোহাম্মদপুর থেকে আসা মীর মহীব চৌধুরী।
‘উদ্যেক্তা উন্নয়ন’ শীর্ষক এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। অনুষ্ঠানটি আয়োজন করেছে ড্যাফোডল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।